নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ভূতের গুজবে আতঙ্কিত এলাকাবাসীদের সঙ্গে দেখা করতে শুক্রবার এলাকাতে যান পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বিডিও বিশ্বজিৎ ঘোষ,নারায়ণগড় ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা সিং,নারায়ণগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রণব সেনাপতি , পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সৌমেন মণ্ডল সহ তাদের প্রতিনিধি দল।
ঘটনার সূত্রপাত গত কয়েকদিন আগে উক্ত গ্রামে সমর বারিক নামে এক ব্যক্তির বাড়িতে ভূত এসেছে বলে বাড়ির অন্যান্য সদস্যদের জানিয়েছিলেন তিনি।এই ভূত বাড়ির সবাইকে মেরে ফেলবে বলে তিনি জানান।ঘটনাচক্রে তার কিছুদিন এর পরেই ওই ব্যক্তির দুর্ঘটনায় মৃত্যু হয় ।
এরপরে পরিবারে এবং গ্রামে ভূতের আতঙ্ক ছড়িয়ে পড়ে।গ্রামে কার জ্বর,কার সর্দি- কাশি ,রোগ-অসুখ লেগেই আছে।সন্ধ্যে হলে কেউ বাড়ি থেকে বের হচ্ছে না।এমনকি গ্রামের কোন ডাক্তারকে ডাকলেও তিনিও আসতে চান না।
অনেকে ভূতের ভয়ে গ্রাম ছেড়ে আত্মীয়র বাড়ি বা অন্যান্য জায়গায় চলে যাচ্ছেন।এমন অবস্থায় গ্রামের মানুষকে সচেতন করতে কুসংস্কার মুক্ত করতে ভূত ভীতি দূর করতে এলাকাতে পৌঁছায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও প্রশাসনিক স্তরের আধিকারিকরা।
আরও পড়ুনঃ জাতের নামে বজ্জাতির শিক্ষা মিড-ডে মিলের রান্নাঘরে, নিরব প্রশাসন
যে বাড়ি থেকে এই ঘটনার সূত্রপাত সেই সমর বারিকের বাড়িতে বাড়ির সদস্যদের সঙ্গে দেখা করেন তারা।তাদের কি ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে তা তারা জানতে চান।তারপরে দুই পক্ষের মধ্যে যুক্তি তর্কের মাধ্যমে বিষয়টিকে বিজ্ঞানমনস্ক ভাবনায় ভাবিত করার চেষ্টা করেন প্রশাসনিক ও বিজ্ঞানমনস্ক প্রতিনিধিদল।
যুক্তি তর্কের খাতিরে কিছুটা হলেও গ্রামবাসীরা ও পরিবারের সদস্যরা তাদের কথায় মান্যতা দেন।সর্বশেষে গ্রামের সমস্ত মানুষকে নিয়ে এবং উক্ত পরিবারের সদস্যদের রেখে একটি যুক্তিপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয় এদিন।
বিভিন্ন কু-প্রথা ও কুসংস্কার গুলির উদাহরণ তুলে ধরে তার বিরুদ্ধে কিভাবে সচেতন হতে হবে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরেন উক্ত প্রতিনিধি দল ।তবে এদিন প্রশাসনিক স্তরের হস্তক্ষেপে কিছুটা হলেও আশ্বস্ত হন এলাকাবাসীরা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584