Visva Bharati University: হাইকোর্টের নির্দেশে বিশ্বভারতীতে শুরু ভর্তি প্রক্রিয়া

0
45

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

উত্তপ্ত বিশ্বভারতী। বিশ্ববিদ্যালয় চত্বরে পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলন অব্যাহত। এর মধ্যেই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আজ শনিবার থেকে বিশ্বভারতীতে ফের ভর্তি প্রক্রিয়া শুরু করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়ে দেওয়া হয়েছিল। একই ভাবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ফল প্রকাশও করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

Visva Bharati University
ছবি: সংগৃহীত

অন্যদিকে, বিশ্বভারতীতে গত সাতদিন ধরে যে অচলাবস্থা চলছে, তা দূর করতে হস্তক্ষেপ করতে হয় কলকাতা হাইকোর্টকে। আদালতের নির্দেশে গতকাল শুক্রবার উপাচার্যের বাড়ির গেটের তালা ভাঙে পুলিশ। সরানো হয় পড়ুয়াদের অবস্থান-মঞ্চ।

পড়ুয়াদের লাগাতার বিক্ষোভ এবং উপাচার্য ঘেরাওয়ের ঘটনায় যথাযথ ভূমিকা পালন করেনি রাজ্য। বুধবার এই অভিযোগে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ৩৮ পাতার রিট পিটিশন দাখিল করে উচ্চ আদালতে। তারই শুনানি হয় শুক্রবার। এদিনই অন্তর্বর্তীকালীন নির্দেশে কিছু গাইডলাইন বেঁধে দেন বিচারপতি। শান্তিনিকেতন থানা ও বিশ্বভারতীর রেজিস্ট্রারকে বিচারপতির নির্দেশ, উপাচার্যের বাড়ির সামনে আর এ ধরনের ছাত্র বিক্ষোভ চলবে না। তাঁরও শান্তিপূর্ণভাবে থাকার অধিকার আছে। প্রয়োজনে ক্যাম্পাসের নিরাপত্তা আরও বাড়াতে হবে।

আরও পড়ুনঃ মেট্রো যাত্রীদের জন্য সুখবর! ৬ সেপ্টেম্বর থেকে বাড়ছে সময়সীমা

হাইকোর্টের এই নির্দেশ মেনেই আজ শনিবার ক্যাম্পাস থেকে ৫০ মিটার ছেড়ে জমায়েত করেন পড়ুয়াদের একাংশ। তৈরি করা হয় অস্থায়ী মঞ্চ। নেই মাইকের ব্যবহারও। সেই অবস্থান বিক্ষোভে শামিল বেশ কয়েকজন অধ্যাপকও। এসবের মাঝেই ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু করার কথা শুক্রবারই বিজ্ঞপ্তি দিয়ে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here