একাদশে ভর্তির প্রক্রিয়া শেষ করতে হবে অগাস্টের মধ্যে, বিজ্ঞপ্তি জারি শিক্ষা সংসদের

0
44

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগামিকাল অর্থাৎ ২২ জুলাই থেকে, বিজ্ঞপ্তি জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে চাইলে ২ থেকে ১৪ অগাস্টের মধ্যে তাঁদের ভর্তি হতে হবে। সেই জন্য আগামিকাল অর্থাৎ ২২ জুলাই ভর্তির বিজ্ঞপ্তি জারি করতে হবে। কোভিড বিধি মেনে চলবে ভর্তির প্রক্রিয়া।

Students
সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

ভর্তি প্রক্রিয়ার প্রথম পর্যায়ে নিজের স্কুলের ছাত্রছাত্রীদের ভর্তি করবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ। এরপর ১৬ অগাস্ট থেকে শুরু হবে ভর্তির দ্বিতীয় পর্যায়। চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে সেই সমস্ত পড়ুয়াদের অ্যাডমিশন হবে যারা স্কুল বদল করছে, অর্থাৎ এক স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি হচ্ছে।

একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে এবার বৃত্তিমূলক বিষয় হেলথকেয়ার, কনস্ট্রাকশন, অটোমোবাইল, ইলেকট্রনিক্স, ট্যুরিজম এন্ড হসপিটালিটি, রিটেল, এগ্রিকালচার ও পাওয়ার, বিউটি এন্ড ওয়েলনেস প্রভৃতি বিষয় ঐচ্ছিক হিসাবে রাখা যাবে।

আরও পড়ুনঃ মাধ্যমিকে ন্যূনতম কত নম্বরে কোন কোন বিষয় নিয়ে পড়তে পারবে পড়ুয়ারা?

মঙ্গলবার মঙ্গলবার মাধ্যমিকের মূল্যায়নের ফল প্রকাশের পর সংসদ যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, তাতে উল্লেখ করা হয়েছিল, গণিত, স্ট্যাটিসটিকস, বায়োলজিক্যাল সায়েন্স, ভূগোল, কম্পিউটার সায়েন্স, পদার্থবিদ্যা এবং রসায়ন- এই বিষয়ে নিয়ে একাদশ শ্রেণিতে পড়তে হলে নির্দিষ্ট ছাত্র-ছাত্রীকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পেতে হবে। এর পাশাপাশি এ বছর একাদশ শ্রেণির বৃত্তিমূলক বিভাগে চারটি নতুন বিষয় যুক্ত করার কথা ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই নতুন চারটি বিষয়ের মধ্যে রয়েছে শক্তি, কৃষি, রূপচর্চা ও পোশাক সংক্রান্ত বিষয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here