করোনা পরিস্থিতিতে কীভাবে ভর্তি একাদশ শ্রেণিতে, জানালেন শিক্ষামন্ত্রী

0
81

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। এরপরেই ট্যুইট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিনন্দন জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। একই সঙ্গে শিক্ষামন্ত্রী ঘোষণা করলেন, রাজ্যে একাদশ শ্রেণির ভর্তি শুরু হবে ১ অগাস্ট থেকে।

Partha Chattarjee | newsfront.co

ফাইল চিত্রসাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, দু’দফায় ভর্তি প্রক্রিয়া করা হবে। প্রথম দফায় ১ আগস্ট থেকে নিজের স্কুলে যারা ভর্তি হতে চান, তাঁদের ভর্তি প্রক্রিয়া শেষ করা হবে। আর তা চলবে আগামী ১০ অগস্ট পর্যন্ত। এর পর যারা অন্য স্কুলে ভর্তি হতে চায় তাদের ভর্তি প্রক্রিয়া শুরু করবে স্কুলগুলি। ১১ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত চলবে এই প্রক্রিয়া।

আরও পড়ুনঃ পরিস্থিতি বিচার করে পরে ঘোষিত হবে আগামী বছরের মাধ্যমিকের নির্ঘন্ট

ভর্তি হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়ার কোনও দরকার নেই। অভিভাবকরা নথি নিয়ে স্কুলে গেলেই ভর্তি হওয়া যাবে। এ কিভাবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরই ভর্তি নিয়ে নির্দেশিকা জারি হবে। একই সঙ্গে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর কলেজে ভর্তির সময় দুর্নীতি ঠেকাতে অনলাইনে ভর্তির প্রক্রিয়া চলবে বলে সাংবাদিকদের জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ মাধ্যমিক ২০২০-র রেজাল্টঃ প্রকাশিত মেধাতালিকায় প্রথম পূর্ব বর্ধমানের অরিত্র পাল

এদিন তিনি বলেন, ১৭ জুলাই উচ্চমাধ্যমিকের রেজাল্ট বেরনোর পর ৩১ জুলাই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বিতরণ করা হবে ৷ তারপরই শুরু হয়ে যাবে অনলাইন ভর্তি প্রক্রিয়া ৷ সে বিষয়ে অ্যাডভাইজারি জারি করবে রাজ্য ৷ কলেজে ভর্তির ক্ষেত্রে প্রতি কলেজের আলাদা আলাদাভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলবে। গত বছর থেকেই এই প্রক্রিয়া চালু হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here