নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
নামিবিয়ার প্রাদেশিক নির্বাচনে জয়ী হয়েছেন অ্যাডল্ফ হিটলার। কী ভাবছেন, নাৎসি খলনায়কের পুনর্জন্ম হল? নাহ্, এমনটা হয়নি। এই হিল্টার হলেন নামিবিয়ার বাসিন্দা। তাঁর পুরো নাম অ্যাডল্ফ হিটলার ইউননা। এবারের নির্বাচনে সে দেশের শাসকদলের হয়ে ময়দানে নেমেছিলেন অ্যাডল্ফ হিটলার ইউননা।
প্রত্যাশামতোই জয়ী হয়েছেন তিনি। নামের মাহাত্মে নজর কেড়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের। তাঁর কথায়, “আমার বাবা ওই ব্যক্তির সঙ্গে মিলিয়ে আমার নাম রেখেছিলেন। আমার মনে হয় না তিনি এর মর্ম বুঝে থাকবেন। ছেলেবেলায় এই নামের মধ্যে অবাক হওয়ার মতো কোনও উপাদান খুঁজে পাইনি আমি।
আরও পড়ুনঃ ২৭ বছর আগের হিমায়িত ভ্রূণ থেকে সন্তান প্রসব মার্কিন স্কুল শিক্ষিকার
তবে কিশোর বয়সে কিছুটা পরিণত হলে হিটলার নামের সঙ্গে জড়িত বিষয়গুলি আমার সামনে স্পষ্ট হয়ে ওঠে। ওই শাসক বিশ্বজয় করতে চেয়েছিলেন। তবে আমার তেমন কোনও ইচ্ছা নেই।” একদা জার্মান উপনিবেশ হিসেবে পরিচিত নামিবিয়ার অবশ্য এই নাম শুনে অবাক হওয়ার কারণ নেই বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের। এখনও সেখানে বহু জার্মানের বাস। রয়েছে জার্মান কলোনিও। তাই স্বাভাবিকভাবেই নামিবিয়ার ঘরে ঘরে জার্মান প্রভাবিত নামের অস্তিত্ব আছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584