শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
প্রতিবার পুজো আসলেই বালুরঘাট শহরে চুরি ছিনতায়ের উপদ্রব শুরু হয়ে যায়।প্রতি বছর একই ঘটনা ঘটলেও এখন এর সুরাহা হয়নি।
এই বছরও ওই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় আতঙ্ক তৈরী হয়েছে বালুরঘাট জুড়ে।জানা গেছে বালুরঘাট থানার ঢিল ছোরা দুরত্বে রথতলা এলাকার বাসিন্দা স্বপন সরকারের বাড়িতে ভোর রাত তিনটা নাগাদ রান্না ঘরের জানালার গ্রীল কেটে চোরের দল ঘরের ভেতর ঢোকে।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে সরকারি অফিসে দুঃসাহসিক চুরি,উত্তেজনা এলাকায়
এর পর স্বপন বাবুর মেয়ে পৌলমি সরকার অজানা শব্দের আওয়াজ পেয়ে ঘরের বাইরে এলে তার গলায় বটি ঠেকিয়ে তার কানের দুল,সোনা,বিশ-পঁচিশ হাজার টাকা সহ বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেয়।
থানার ঠিক ঢিল ছোঁড়া দুরত্বে গ্রীল কেটে যে ভাবে চুরির ঘটনা ঘটলো তাতে শহর জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে।এমত অবস্থায় বাসিন্দাদের নিরাপত্তা দিতে পুলিশ তৎপর হয়ে ওঠে নাকি পুলিশী গরিমসিতে বালুরঘাট শহরে চোর ছিনতাইবাজরা অবাধ বিচরণ শুরু করে সেটাই এখন দেখার বিষয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584