সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
ক্রিমিনাল কোর্টের আইনজীবী অভিষেক হাজরা। এবার সেই আইনজীবীর বাড়িতেই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো বিষ্ণুপুর থানা এলাকার আমতলা ঘোষপাড়ায়।
রাত আড়াইটে থেকে তিনটে নাগাদ অভিষেক হাজরার বাড়িতে চার থেকে পাঁচ জনের একটি দুষ্কৃতী দল মেন গেটের তালা ভেঙে, দোতলার উপরে উঠে তিনটি ঘরের মধ্যে দুটি ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় এবং অপর ঘরের আলমারি খুলতে থাকে।
আলমারির শব্দ পেয়ে অভিষেক হাজরার বাবা চিৎকার চেঁচামেচি শুরু করে, এরপরই দুষ্কৃতীরা অভিষেক বাবুর বাবার উপর চড়াও হয় ও বিছানার চাদর সহ তার গলা মুখ চেপে ধরে এবং আলমারি থেকে সাড়ে তিন হাজার টাকা ও অভিষেকের মানিব্যাগ, তার বাবার ঘরে থাকা ৫০০০ টাকা ও অভিষেক হাজরার দুটো সোনার আংটি নিয়ে চম্পট দেয়।
আরও পড়ুনঃ মন্দিরে দুষ্কৃতী হানা রুখতে বেঙ্গালুরুতে মুসলিম যুবকদের মানবশৃঙ্খল
বাবা-মার চিৎকার চেঁচামেচি শুনে পাশের ঘরে থাকা অভিষেক হাজরা দরজা খোলার চেষ্টা করে, কিন্তু বাইরে থেকে যেহেতু দরজা বন্ধ ছিল সেই কারণে বেরোতে পারেননি তিনি। দুষ্কৃতী যাওয়ার পরেই তার বাবা-মা বাইরে বেরিয়ে এসে ছেলের ঘরের বাইরে থেকে দেওয়া হ্যাজবল খুলে দেয়।
আইনজীবী ঘরের লন্ডভন্ড অবস্থা ও বাবা মার শারীরিক অবস্থা দেখে বিষ্ণুপুর থানায় ফোন করে। বিষ্ণুপুর থানার পুলিশ প্রশাসন তরিঘড়ি রাত্রেই যায় আইনজীবীর বাড়িতে। আজ বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছে অভিষেকবাবু। দুষ্কৃতীরা বারবার অভিষেকের ও ৫০ হাজার টাকার খোঁজ করছিল বলে জানাগিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584