নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের সুযোগে আবারও চুরির অভিযোগ রায়গঞ্জে। শহরের অশোকপল্লীতে এবার উঠল দুঃসাহসিক চুরির অভিযোগ। গৃহকর্তার অনুপস্থিতির সুযোগ নিয়ে দুষ্কৃতিরা চুরি করে চম্পট দিয়েছে বলে জানা গেছে।
ঘটনা জানাজানির পর এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, লকডাউন লাগু হওয়ার আগেই দুর্গাপুরে মেয়ের বাড়িতে গিয়েছিলেন গৃহকর্তা পরিতোষ পাল।
আরও পড়ুনঃ ডাক্তারপাড়া এখন ফাঁকা, জনমানব শুন্য রায়গঞ্জে
এরপর দেশজুড়ে লগডাউন জারি হওয়ার কারণে প্রায় এক মাস থেকে সেখানেই আটকে রয়েছেন তিনি ও তাঁর পরিবার। এই সুযোগেই দুষ্কৃতিরা চুরি করে পালিয়েছে বলে অভিযোগ।
নগদ টাকা সহ সোনার অলঙ্কার খোয়া গিয়েছে বলে পরিতোষ বাবুর পরিজনেরা জানিয়েছেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, কয়েক দিন আগেই রায়গঞ্জের কাশিবাটি এলাকাতেও একইভাবে চুরির ঘটনা ঘটে। লকডাউনের সুযোগ নিয়ে ফাঁকা বাড়িতে ঢুকে চুরি করে চম্পট দেয় দুষ্কৃতিরা। সেই ঘটনার সাথে যুক্তদের এখনও খোঁজ মেলেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584