সুদীপ পাল,বর্ধমানঃ
চাষীদের সতর্কবার্তা দিচ্ছে কৃষি দপ্তর। কৃষি দপ্তরের দাবি, ৩মে, শুক্রবার মধ্যরাত থেকে পশ্চিমবঙ্গের উপকূলের শক্তিশালী সাইক্লোন আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাতে ব্যাপক ঝড় এবং বৃষ্টির আশঙ্কা থাকছে। পেকে যাওয়া বোরো ধান না তুললে ঝড়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বলেও জানাচ্ছে দপ্তর।
আশি শতাংশ ধান পেকে গেলে চাষিরা সেই ধান কেটে ফেলুন এমনটাই পরামর্শ দিচ্ছেন কৃষি কর্তারা। শুধু ধান কাটা নয়, ধান কেটে জমিতে ফেলে না রেখে দ্রুত খামারে তুলতে হবে। পানের বরজ এবং মাচার আনাজের ক্ষেত্রেও কি ধরনের সর্তকতা অবলম্বন করতে হবে তাও জানাচ্ছেন কৃষি কর্তারা।
আরও পড়ুনঃ বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে রক্তদান শিবির
ঝড়ে ধান জমিতে পড়ে গেলে চাষীদের যেরকম লোকসানের মুখ দেখতে হবে সেই রকম জেলায় ধান চাষের চাহিদাও পূরণ হবে না। এত দ্রুত ধান তোলা এবং তার পরবর্তী প্রক্রিয়াকরণ কিভাবে করবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন চাষীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584