নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রথের দড়িতে টান দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা বিজেপি নেতা মুকুলের,বিজ্ঞাপন দিয়ে কাটমানি ফেরতের দাবি।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে বৃহস্পতিবার জগন্নাথের রথের যাত্রায় অংশগ্রহণ করে বিজেপি নেতা মুকুল রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাটমানি প্রসঙ্গে বলেন,মুখমন্ত্রী বলেছেন পঁচাত্তর শতাংশ টাকা দলকে দিন,পঁচাত্তর শতাংশ টাকা দলের কাছে আছে,দলের নেত্রী মমতা ব্যানার্জি,উনি একটা বিজ্ঞাপন দিয়ে বলুন যাদের যাদের টাকা দলের কাছে আছে উনি একজায়গায় বসে সেই টাকাগুলো ফেরত দিন।
কাটমানির টাকা নিয়ে আন্দোলন জনগন করছে।
নির্বাচনী বৈতরণী পেরোতে পরিকল্পক প্রশান্ত কিশোরকে তৃণমূলের নিয়োগ সম্বন্ধে জানতে চাওয়া হলে তিনি বলেন,লালু প্রাসাদ অখিলেশের দলকে তুলে দিয়েছে প্রশান্ত কিশোর।এবার তার হাত ধরে তৃণমূল দলটাও উঠে যাবে।
আরও পড়ুনঃ উপাচার্যের বিরুদ্ধে কাটমানির অভিযোগ বিধায়কের
এদিন রথযাত্রায় বিজেপি নেতা মুকুল রায়কে ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।অন্যদিকে এই রথযাত্রা উৎসবে কয়েক হাজার মানুষের সমাগম লক্ষ্য করা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584