হোয়াটসঅ্যাপের সুরক্ষা বলয়ে হানা,সর্বশেষ আপডেটের পরামর্শ

0
150

নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ

হোয়াটসঅ্যাপে অসুরক্ষিত গ্রাহকদের ব্যক্তিগত তথ্য। হোয়াটসঅ্যাপের সিকিউরিটি সংক্রান্ত এই ত্রুটির কথা স্বীকার করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বিশ্বব্যাপী ১৫০ কোটি হোয়াটসঅ্যাপ গ্রাহককে হোয়াটসঅ্যাপের সর্বশেষ আপডেট ভার্সন ইন্সটলের পরামর্শ দিয়েছে।

Advice of update whats app
ছবিঃবিবিসি

আন্তর্জাতিক সংবাদ সংস্থা ফাইনান্সিয়াল টাইম প্রথম এই বিষয়টি নজরে আনে।এই সংবাদ সংস্থার দাবি অনুযায়ী ইসরাইল সরকার অধীনস্থ সাইবার ইন্টেলিজেন্স কোম্পানি এনএসও(NSO) গ্রুপ কর্তৃক সৃষ্ট একটি হ্যাকিং স্পাইওয়্যারের মাধ্যমে আক্রমণ করা হচ্ছে নির্দিষ্ট কিছু গ্রাহকের হোয়াটসঅ্যাপ কে।উদ্দেশ্য ব্যক্তিগত তথ্য হাতানো।

সূত্রের খবর,টার্গেট করা নির্দিষ্ট ব্যক্তির হোয়াটসঅ্যাপে ভয়েস কলের মাধ্যমে কল করছে হ্যাকাররা।কলটি রিসিভ না করলেও আপনা আপনি ওই ডিভাইসটিতে ইনস্টল হয়ে যাবে হ্যাকিং স্পাইওয়্যার।এরপর তাদের লক্ষ্য অনুযায়ী তারা হাতিয়ে নেবে উক্ত ব্যক্তির ব্যক্তিগত তথ্য।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে ,”এটি যে কোন সরকারের সাথে কাজ করা বেসরকারি কোম্পানির কাজ,তা বোঝার মতো স্পষ্ট লক্ষণ রয়েছে এই আক্রমণে। যাদের কাজ ছিল স্পাইওয়ার বসিয়ে দূর থেকে মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমের নিয়ন্ত্রণ নেওয়া।”

ইসরাইল সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে এনএসও গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে ,”এনএসও’র প্রযুক্তি সরকারি সংস্থা থেকে লাইসেন্স প্রাপ্ত।যার একমাত্র কাজই হল সন্ত্রাস ও অপরাধ প্রতিহত করা।” তারা আরও জানিয়েছে ,”কোম্পানিটি সরাসরি প্রযুক্তিটি ব্যবহার করে না।জনগণের নিরাপত্তায় এই প্রযুক্তি কিভাবে ব্যবহার হবে সে নিয়ে সিদ্ধান্ত নেয় গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা।এর অপব্যবহারের সকল অভিযোগ আমরা তদন্ত করি এবং ব্যবস্থা নেই।কাদের উপর এই প্রযুক্তি ব্যবহার করা হবে তাতে কোনভাবেই এনএসও’র কোন হাত নেই। এনএসও নিজে কাউকে টার্গেট করে না,”

আরও পড়ুনঃ তথ্য নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে নবরূপে ফেসবুক ঘোষণা জুকারবার্গের

পুরো বিষয়টি খতিয়ে দেখে হোয়াটসঅ্যাপ তাদের নিজস্ব প্রযুক্তির দ্বারা দ্রুত এ সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে । হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে ইতিমধ্যেই বিষয়টি মার্কিন আইন বিভাগ ও সিকিউরিটি বিভাগকে জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here