নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
প্রথমে ইনভেস্টর এনে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, এরপর চুক্তিপত্রে ইস্টবেঙ্গল কর্তারা ইনভেস্টরদের দেওয়া আঠারো নম্বর ধারা মানতে চাননি। যেখানে কর্তা ও ইনভেস্টরদের মধ্যে কোনো মতের অমিল হলে যাবতীয় ক্ষমতা ইনভেস্টরদের হাতে থাকবে সেখানে ক্লাবের মেম্বারদের কোনো গুরুত্ব থাকবে না।
এই জায়গাতে আপত্তি করে ইনভেস্টর সিমেন্ট কর্তারা ক্লাব ছাড়তে পারেন এমন খবর আসে। তবে সিমেন্ট কর্তাদের একজন বড় অফিসার জানান, ‘কিছু মতের অমিল হতেই পারে আমরা সেটা দাঁড়িয়ে থেকেই ঠিক করবো’
আরও পড়ুনঃ জয়দীপের নেতৃত্বে বাংলার ফুটবল ঠিক দিকেই এগোচ্ছে বলছেন বলরাম
এদিকে এবার এল রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের হস্তক্ষেপ। জেনারেলের হস্তক্ষেপ আর তাতেই ইস্টবেঙ্গলে জটিলতা মেটার পথে।
আরও পড়ুনঃ দিল্লির কাছে হার টিম বিরাটের
বুধবারের মধ্যে শ্রী সিমেন্টের সলিসিটর ফার্ম ‘খৈতান হাউসে’ পৌঁছে যাবে প্রয়োজনীয় কাগজপত্র। দু’দিন অপেক্ষা করতে রাজি ইনভেস্টর সংস্থা। যা এখন ক্ষনিকের স্বস্তি বলা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584