নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
‘এনএসও গ্রুপের তৈরি নজরদারি চালানোর স্পাইওয়্যার পেগাস্যাস কিনেছিল মোদী সরকার’, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসার পরে এই রিপোর্টের ভিত্তিতে পেগাস্যাস মামলায় নতুন করে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করলেন আইনজীবী এমএল শর্মা। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে মোদী সরকারের অস্বস্তি বাড়লেও তা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনো নীরব।
তবে পেগাস্যাস ইস্যুতে কেন্দ্রের তাবড় মন্ত্রীদের কোন প্রতিক্রিয়া না মিললেও এক কেন্দ্রীয় মন্ত্রী মেজর জেনারেল ভি কে সিং একটি টুইট করেছেন। তাঁর দাবি, নিউইয়র্ক টাইমসের রিপোর্ট বিশ্বাসযোগ্য নয়। নিউ ইয়র্ক টাইমসকে ‘সুপারি মিডিয়া’ বলে উল্লেখ করেছেন তিনি।
Can you trust NYT?? They are known " Supari Media ". https://t.co/l7iOn3QY6q
— General Vijay Kumar Singh (@Gen_VKSingh) January 29, 2022
শনিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুর্যেওয়ালা পেগাস্যাস ইস্যুতে তীব্র আক্রমণ করেন মোদী সরকারকে। তারই প্রতিবর্ত ক্রিয়ায় এদিন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি বলেন, এক মৃত ইস্যু নিয়ে রাজনীতি করছে কংগ্রেস। অন্যান্য বিরোধীদেরও আক্রমণ করেন তিনি। বিশেষত উত্তরপ্রদেশ ভোটের আগে স্বাভাবিক ভাবেই পেগাস্যাস ইস্যুতে ঝাঁপিয়েছেন অখিলেশ যাদবও। নকভি নিশানা করেছেন অখিলেশকেও।
The truth is clear that Modi Govt –
(1) Purchased the #Pegasus spyware,
(2) Duped the Parliament,
(3) Misled the Supreme Court,
(4) Used public money to spy upon its own people,
(5) Hijacked the Democracy in the runup to the 2019 Lok Sabha,
(6) Committed ‘Treason’!#PegasusGate pic.twitter.com/BrIzjleFAV— Randeep Singh Surjewala (@rssurjewala) January 29, 2022
উল্লেখ্য, সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। পেগাস্যাস ইস্যুতে বিরোধীরা ফের সংসদে ঝড় তুলতে পারেন বলেই মনে করা হচ্ছে। এছাড়াও মিথ্যা তথ্য দিয়ে দেশের শীর্ষ আদালতকে বিভ্রান্ত করেছে কেন্দ্রীয় সরকার, এই অভিযোগ তুলেও সুর চড়াচ্ছেন বিরোধীরা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় ইজরায়েলের সঙ্গে ২বিলিয়ন ডলারের একটি চুক্তি সই করেছিল ভারত। যার অন্যতম ছিল পেগাস্যাস। তবে ভারত ও ইসরায়েল দুই দেশের সরকারই পেগাস্যাস কেনা-বেচা নিয়ে মুখ খোলেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584