নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বেশ কয়েক মাস ধরে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক গ্রামে হাতির তাণ্ডব অব্যাহত। হাতির তাণ্ডবের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক চাষী, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ঘরবাড়ি, প্রাণ গেছে বেশ কয়েকজনের।
শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার রূপনারায়ন বন বিভাগের অধীনে থাকা গড়বেতার রেঞ্জের অফিসের সামনে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার একাধিক গ্রামে তাণ্ডব চালিয়েছে হাতির পাল।
আরও পড়ুনঃ স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসা খরচে ছাড় দিতে অস্বীকার নার্সিংহোম কর্তৃপক্ষের, ক্ষোভ
ফলে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসী থেকে শুরু করে এলাকার চাষীরা। তাদের দাবি, ক্ষতিপূরণসহ হাতিগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে বনদফতরকে।
তাদের দাবি গুলি যদি আগামী দিনে না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন গ্রামবাসীরা। প্রায় ঘন্টাখানেক ধরে চলে এই বিক্ষোভ। অবশেষে বনদফতরের আধিকারিকের আশ্বাসে উঠে যায় এই বিক্ষোভ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584