রশিদ খানের হাত ধরে টাইগারদের উড়িয়ে আফগান ক্রিকেটের উত্থান

0
240

ওয়েবডেস্কঃ

রশিদ খানের স্পিনের জাদুতে উড়ে গেল টাইগাররা। উত্থান হল আফগানিস্তান ক্রিকেটের।
বাংলাদেশ হারল ৪৫ রানে। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল আফগানরা।আফগানদের দেয়া ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ ওভারেই ১২২ রানে অল আউট হয়ে গেল বাংলাদেশ।

টসে জিতে আফগানদের ব‍্যাট করতে পাঠায় বাংলাদেশ।শুরুটা আফগানদের ভালোই হয়েছিল।এরপর টাইগাররা ফেরে ম্যাচে। ইনিংসের মাঝের দিকে ১২ বলের মধ্যে মাত্র ৫ রান করে ৩ উইকেট হারিয়ে, ১ উইকেটে ৮৬ রান থেকে হঠাৎ করেই ৯১/৪ হয়ে যায় আফগানিস্তান।
কিন্তু শেষে এসে সামিউল্লাহ শেনওয়ারি ঝড় তুলে ১৮ বলে ৩৬ রান করে আফগানদের ১৬৭ রানের লড়ার মতো স্কোরে পৌঁছে দেন। বাংলাদেশের হয়ে মাহমুদউল্লাহ ও আবুল হাসান দুটি করে উইকেট নেন। এছাড়া সাকিব, রুবেল ও আবু জায়েদ রাহী একটি করে উইকেট নেন।

শাপুর জারদানেরও দূরন্ত বোলিং

জবাবে ব‍্যাট করতে নেমে বাংলাদেশ ১৬৯ রানের লক্ষমাত্রা নিয়ে তামিম ইকবাল মুজিব উর রহমানের প্রথম বলেই লেগ বিফোর হয়ে গোল্ডেন ডাক মেরে আউট হন।তারপর লিটনকে নিয়ে এগোচ্ছিলেন তিনে নামা ক্যাপ্টেন সাকিব। কিন্তু চার নম্বর ওভারে মোহাম্মদ নবিকে এনে সফল হন আফগান অধিনায়ক। তারপর রিয়াদ-মুশফিক দুজন খেলছিলেন দেখে শুনেই। ১০ ওভার শেষে টাইগারদের রানও ছিল ৭৯।

অসাধারণ রশিদ

কিন্তু রশিদ খানের অসাধারণ স্পেল সবকিছু লণ্ডভণ্ড করে দেয় টাইগারদের জয়ের স্বপ্নকে । এগারোতম ওভারেই রশিদ খান বদলে দেন ম্যাচের গতি। ওভারের শুরুতেই রশিদ খানকে অযথা রিভার্স সুইপ করতে গিয়ে বোকা হন বোল্ড হয়ে যান মুশফিক।   পরের বলেই সাব্বির গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়ন ধরেন। তারপর শেষ পর্যন্ত আফগানদের দেয়া ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ ওভারেই ১২২ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ।

(ছবি-টুইটার)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here