নামিবিয়াকে নিজেদের শক্তি প্রদর্শন করে দাপুটে জয় ছিনিয়ে নিল আফগানিস্তান

0
65

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

আসগর আফগান যখন ২৩ বলে ৩১ রান করে আউট হলেন। তখন যেন একটা অধ্যায়েরই পরিসমাপ্তি ঘটল আফগানিস্তান ক্রিকেটে। আইসিসির সহযোগী সদস্য হিসেবে আফগান ক্রিকেটের যে উত্থান, তার সঙ্গে যে ওতপ্রোতভাবেই জড়িয়ে আসগর আফগানের নাম। বিদায় বেলায় তিনি পেলেন গার্ড অব অনার। তবে আফগান ক্রিকেটের এমন একজন প্রতিনিধির বিদায়ের দিনটা আফগানিস্তান রাঙিয়েছে জয় দিয়েই। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ-২-তে নামিবিয়াকে ৬২ রানে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে আফগানিস্তান।

Afganistan vs Namibia
গার্ড অব অনার দিচ্ছে আসগর আফগানকে বিদায়ী ম্যাচে

বিদায়ী ম্যাচেও আফগানিস্তান ব্যাটিংয়ের অন্যতম সেরা এই আসগর আফগান। তাঁর ২৩ বলে ৩১ রানের ইনিংসটির বড় অবদান ছিল প্রথমে ব্যাটিং করে আফগানিস্তানের তোলা ৫ উইকেটে ১৬০ রানের স্কোরে। তবে সর্বোচ্চ সংগ্রহটা ওপেনার মোহাম্মদ শাহজাদের। ৩৩ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৫ রান তাঁর। শেষের দিকে আফগান ক্রিকেটে আসগরের আরেক পুরোনো সারথি অধিনায়ক মোহাম্মদ নবীর ১৭ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস, আফগানিস্তান কঠিন চ্যালেঞ্জই ছুড়েছিল নামিবিয়ার দিকে।

Afganistan cricket
মাঠ জুড়ে শুধুই আফগানদের দাপট

নামিবিয়ান বোলারদের মধ্যে রুবেন ট্রাম্পেলমেন ৪ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। দুটি উইকেট নিয়েছেন লফটি ইটনও। এছাড়াও স্মিট নিয়েছেন এক উইকেট।

নামিবিয়ার ব্যাটিং নিয়ে আশাবাদী হওয়ার কারণ ছিল। আগের ম্যাচগুলোতে তাদের ব্যাটসম্যানরা প্রতিপক্ষের মাথাব্যথার কারণ হয়েছিলেন। কিন্তু আজ আফগান বোলারদের সামনে কিছুই করতে পারেননি তাঁরা। দাঁড়াতে পারেননি কেউই। ডেভিড ভিসা সংগ্রাম করেছিলেন। কিন্তু তাঁর ইনিংসটি মোটেও যথেষ্ট ছিল না। টি-টোয়েন্টি মেজাজেই খেলতে পারেননি তিনি।

আরও পড়ুনঃ আইপিএলের মেগা নিলাম আগামী ডিসেম্বর

মাইকেল ফন লিনগেন ৮ বলে ১১ রান করে ফেরেন, আশা দেখিয়েছিলেন তিনিই। কিন্তু নাভিন-উল-হকের বলে হামিদ হাসানের ক্যাচ হন তিনি। ইয়ান নিকল লফটি লিটন ১৬ বল ১৪, গেরহার্ড এরাসমাস ১৪ বলে ১২ রান করে পরাজয়ের ব্যবধান কমাতেই ভূমিকা রেখেছেন কেবল। ভিসার ইনিংসটি ছিল ৩০ বলে ২৬ রানের- ১৬০ রান অনেক দূরেরই মনে হয়েছে নামিবিয়ান ব্যাটসম্যানদের কাছে। শেষ পর্যন্ত নামিবিয়া ২০ ওভারে ৯ উইকেটে ৯৮ রান করে থেমেছে।

আরও পড়ুনঃ বাটলার ঝড়ে অস্ট্রেলিয়াকে হেসে খেলে হারাল ইংল্যান্ড

হামিদ হাসান আজ আতঙ্ক হয়ে উঠেছিলেন নামিবিয়ান ব্যাটসম্যানদের জন্য। তিনি ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেটে। নাভিন-উল-হকও নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে তাঁর খরচ ২৬ রান। গুলবাদিন নাইব ১৯ রানে নিয়েছেন ২ উইকেট। রশিদ খান ১ উইকেট পেয়েছেন ১৪ রানের খরচায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here