শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
গত রাত্রে বিশ্বকাপের মূল পর্বে গ্রুপ ২ -এ ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে সারজায় স্কটল্যান্ড মুখোমুখি হয়েছিল, তাদের থেকে ধারে ভারে ভারী দল আফগানিস্তানের। বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশকে হারিয়ে স্বপ্নের উড়ান শুরু করেছিল তারা। বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতে মূল পর্বে অংশগ্রহণ করেছিল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। কিন্তু মূল পর্বে প্রথম ম্যাচেই হোঁচট খেয়ে পরাজয় বরণ করল আফগানিস্তানের কাছে।
টসে জিতে আফগান অধিনায়ক মহম্মদ নবী ব্যাট করার সিদ্ধান্ত নেন। ইনিংসের শুরুতেই মার কাটারি ওপেনার হাজাইতুল্লা জাজাই দারুণ সূচনা এনে দেন আফগানিস্তান কে। পাওয়ার প্লে তে নির্ধারিত ৬ ওভারে জাজাই এর ব্যাটে ভর করে ৫৫ রান তুলে আফগানিস্তান। অন্যদিকে স্কটল্যান্ডের বোলিং এ প্রথম সফলতা আসে সাফিয়ান সারিফ এর হাত ধরে। ৫.৫ ওভারে তিনি প্যাভিলিয়নের পথ ধরান অন্য ওপেনার মহম্মদ শাহাজাদকে। তবুও রান তোলার গতি কমাতে পারেনি স্কটল্যান্ডের বোলাররা।
আফগানদের দ্বিতীয় উইকেট পড়ে ৮৮ রানে। ওয়াটের বলে আউট হয়ে ফিরে যান আর এক ওপেনার হাজাইতুল্লা জাজাই ৩০ বলে ৪৪ রান করেন। এরপর গুরবাজ ও নাজিবুল্লাহ মিডল অর্ডারে থিতু হয়ে ৮৭ রানের জুটি গড়েন। শেষ পর্যন্ত গুরবাজের ৩৭ বলে ৪৬ এবং নাজিবুল্লাহ এর ৩৪ বলে ৫৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ১৯০ রানের বিশাল সংগ্রহ করেন আফগানিস্তান।
এমন রান চেজ করতে গেলে প্রথম থেকেই দরকার আক্রমণাত্মক ব্যাটিং। তাই প্রথম থেকেই ব্যাট চালাতে শুরু করেন স্কটিশ দুই ওপেনার মুনসি এবং কোয়েতজার। শুরুটা ভালো করলেও মুজিবের স্পিন ঘূর্ণির সামনে বেশীক্ষণ দাঁড়াতে পারেননি তারা। দলীয় ২৮ রানের মাথায় দুই ওপেনার ফিরে গেলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্কটল্যান্ডের ব্যাটিং লাইন-আপ।
আরও পড়ুনঃ মেসি ছাড়া প্রথম এল ক্লাসিকোতে হারল বার্সা
একদিকে মুজিব অন্যদিকে রাশিদ দুজনের স্পিন ছোবলে দিশেহারা হয়ে মাত্র ৬০ রানে অলআউট হয়ে যায় তারা। স্কটল্যান্ডের হয়ে ৫ জন ব্যাটসম্যান কোন রানের খাতা খুলতে পারেনি। তিনজন ব্যাটসম্যান মাত্র দুই অঙ্কের ঘরে পৌঁছেছে। যাদের মধ্যে সর্বোচ্চ অধিনায়ক কোয়েতজার ২৮ রান করেছেন। অন্যদিকে মুজিব তার আগুন ঝরানো বোলিং এ একার হাতে নিয়েছে ৫ উইকেট। কম যায়নি রশিদ খানও তিনি নিয়েছেন ৪ উইকেট।
আরও পড়ুনঃ আইপিএল প্রেমীদের জন্য খুশির খবর! ঘোষণা দুই নতুন টিমের
এ ম্যাচে আফগানিস্তান এর ১৩০ রানের ব্যবধানে জয়লাভ নানা রেকর্ড গড়েছে। তাদের এই বিশাল ব্যবধানে জয় বিশ্বকাপের ইতিহাসে বড় ব্যবধানে জয়ের মধ্য তৃতীয় স্থানে ঢুকে গেল। প্রথম স্থানে আছে ২০০৭ সালে শ্রীলঙ্কার ১৭২ রানের ব্যবধানে কেনিয়ার বিপক্ষে জয়। সর্বনিম্ন টোটালের দিক থেকে বিশ্বকাপের ইতিহাসে এটার স্থান পঞ্চম। সবচেয়ে সর্বনিম্ন টোটাল নেদারল্যান্ডস এর ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। এ ম্যাচে নেদারল্যান্ডস মাত্র ৩৯ রানে গুটিয়ে যায়। এছাড়াও এক ম্যাচে সর্বোচ্চ লেগ বিফোর উইকেট অর্থাৎ এলবিডব্লিউ ৫ বার হয়েছে, যা বিশ্বকাপের মঞ্চে প্রথম। এমন জয়ে উচ্ছ্বসিত আফগান দল। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুজিব উর রহমান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584