ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
তালিবানদের সমর্থনে যাবতীয় পোস্ট নিষিদ্ধ ঘোষণা করলো ফেসবুক। তালিবানদের পক্ষে কোনো সওয়াল করলেই তা মুছে দেওয়া হবে, এমনটাই জানালেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ। সংস্থার তরফে জানানো হয়েছে যে তালিবান একটি জঙ্গিগোষ্ঠী। তাদের সমর্থনে কোন পোস্ট ফেসবুক কর্তৃপক্ষ তাদের প্ল্যাটফর্মে রাখবে না।

আফগানিস্তান বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ টিম গঠন করেছে ফেসবুক। সেই টিম তালিবানের সমর্থনে যাবতীয় পোস্ট খুঁজে বের করবে এবং তা মুছে দেবে।
এতদিন পর্যন্ত তালিবানরা তাদের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করে এসেছে। এই পরিস্থিতিতে ফেসবুকের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে অনেকেই বলছেন এই পদক্ষেপ আরও আগে নেওয়া উচিত ছিল সংস্থার তরফে।
আরও পড়ুনঃ শুধুই আল কায়দার বিরুদ্ধে লড়তে গিয়েছিল আমেরিকা, সেনা প্রত্যাহারের সঠিক সময়ঃ বাইডেন
ফেসবুকের এক মুখপাত্র বিখ্যাত আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিকে জানান, মার্কিন আইন অনুযায়ী তালিবান একটি জঙ্গী সংগঠন। তাই এই জঙ্গী সংগঠনকে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এমনকি তাদের পক্ষ নিয়ে ফেসবুক যারা ব্যবহার করেন, তাদের অ্যাকাউন্টও বাতিল করে দেওয়া হবে। অন্যান্য সোশ্যাল মিডিয়ার এই বিষয়ে সিদ্ধান্ত এখনো জানা যায়নি। ‘বেটার লেট দ্যান নেভার’- ফেসবুকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্বের অসংখ্য শান্তিকামী মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584