নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
একের পর এক আফগান প্রদেশ যখন তালিবানরা দখল করে নিচ্ছে, তখনই বিপদের আঁচ পেয়ে নিজের ঘনিষ্ঠ অনুচরদের নিয়ে দেশ ছেড়ে প্রথমে তাজিকিস্তানে পালিয়ে যান প্রেসিডেন্ট আশরাফ গনি। তারপরেই তালিবানরা দখল করে নেয় কাবুল এবং গোটা আফগানিস্তান চলে যায়।
দেশ ছাড়ার পর এই প্রথমবার নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে প্রেসিডেন্ট গনি জানালেন তিনি রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে। ওই ভিডিও বার্তায় গনি জানিয়েছেন, রক্তক্ষয় এড়াতেই নাকি তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন। এছাড়া আফগান রাষ্ট্রদূত তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, আশরাফ গনি দেশ থেকে ১৬৯ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে পালিয়ে গিয়েছেন। সে অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি।
ভিডিও বার্তায় আশরাফ গনি ধন্যবাদ জানিয়েছেন আফগান সেনা বাহিনীকে তবে সরাসরি বলেছেন যে ব্যর্থ হয়েছে ‘শান্তি প্রস্তাব’। এবং শেষ পর্যন্ত তালিবানদের ক্ষমতা দখলে তা সাহায্যই করেছে। মুলত আর্থিক তছরুপের বিরোধিতা করেই এই ভিডিও বার্তা প্রকাশ করেছেন গনি, এমনকি এও বলেছেন যে তিনি নাকি কার্যত একবস্ত্রে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584