ইস্তফা দিতে পারেন ঘানি, তালিবানের দখলে চলে যাওয়ার সম্ভাবনা আফগানিস্তানের

0
50

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

আজই পদত্যাগ করতে পারেন আফগানিস্তানের প্রেসিডেন্ট ঘানি, সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে। নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন তালিবানের অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল গনি বরাদর। ইতিমধ্যেই তিনি কাবুল পৌঁছেছেন বলে জানা গিয়েছে। রবিবারই কাবুলের দোরগোড়ায় তালিবান উপস্থিত হওয়ার পরেই বোঝা গিয়েছিল, আর মাত্র কিছুদিনের অপেক্ষা।

Taliban
সৌজন্যেঃ এনডিটিভি

এদিন সকালেই খবর মেলে কাবুল থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত জালালাবাদের দখল নিয়েছে তালিবানরা। এরপরই চারদিক থেকে কাবুলের দিকে অগ্রসর হতে শুরু করে তারা। বেলা বাড়তেই উত্তপ্ত পরিস্থিতির খবর পাওয়া যায়।

এদিন সকাল থেকেই জল্পনা শুরু হয়েছিল যে আফগানিস্তানের পরিস্থিতি যেভাবে খারাপ হচ্ছে, তাতে যে কোনও মুহূর্তেই পদত্যাগ করতে হতে পারে প্রেসিডেন্ট আসরাফ ঘানিকে। তিনি নাকি সব কিছু ভেবে আগেই ইস্তফা পত্র তৈরি করে রেখেছিলেন। সূত্রের খবর, ইতিমধ্যেই  ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও আফগান বা তালিবান সূত্রে এই খবরে এখনও সিলমোহর দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ দেশের পরিবহণ ব্যবস্থায় বড়সড় বদল আনতে ‘প্রধানমন্ত্রী গতিশক্তি’ প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর

তালিবানের এক মুখপাত্র জানিয়ে দেন, জনবহুল কাবুলে যুদ্ধ করতে চায় না তালিবান। আলোচনার মাধ্যমেই আফগান সরকারের থেকে ক্ষমতার হস্তান্তর চায় তারা। এরপরই আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি ইস্তফা দেওয়ার সম্ভাবনা জোরালো হয়। তবে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ নিজের লেখা গানে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

শনিবার রাতে মাজার-ই-শরিফ ও রবিবার সকালে জালালাবাদের মতো দু’টি গুরুত্বপূর্ণ শহর দখল করে ফেলেছিল তালিবানরা। সেই সময়ই বোঝা গিয়েছিল সম্ভবত আজই কাবুলে ঢুকে পড়বে তালিবানরা। সেই আশঙ্কা সত্যি করেই কাবুলে প্রবেশ করে তালিবান। যোদ্ধাদের হিংসা এড়ানোর নির্দেশ, তালিবান শীর্ষ নেতৃত্বের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here