নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ
গতকাল এসএফআই, ডিওয়াইএফআই ও ডোমজুড় (পশ্চিম) রেড ভলেন্টিয়ার্সের উদ্যোগে জাতীয় অরণ্য সপ্তাহ উদযাপন করা হল। এদিন ডোমজুড়ের বিভিন্ন প্রান্তে প্রায় ৪০০ টি চারা বৃক্ষরোপনের লক্ষ্যমাত্রা রেখে সকাল ৬ টা থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়।
এই কর্মসূচি’র গুরত্ব উপলব্ধি করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ডোমজুড় শাখা। ১০০টি চারাবৃক্ষ দান করার সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ডোমজুড় শাখার সদস্যরা। এই বৃক্ষরোপণ কর্মসূচি’র শুভ সূচনা করেন এলাকার শ্রদ্ধেয় শিক্ষক শ্যামসুন্দর দত্ত মহাশয়।
আরও পড়ুনঃ কান্দি পৌরসভার উদ্যোগে মহকুমা হাসপাতালে অরণ্য সপ্তাহ পালন
কেশবপুর শিবতলার পুকুরপাড় ও তার পার্শ্ববর্তী এলাকা,খাঁটোরার ময়রার পোল, বিপ্রন্নপাড়া, কাকমরা, পঞ্চাননতলার খালপাড় সহ ডোমজুড়ের বিভিন্নস্থানে বৃক্ষরোপন করা হয় এইদিন। সেদিনের বৃক্ষরোপণ কর্মসূচিটে স্থানীয় মানুষের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584