ফের বিতর্কিত মন্তব্য! আখতারকে খেলতে ভয় পেতো সচিনঃ আফ্রিদি

0
69

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

ভারত হারতে হারতে পাকিস্তানের কাছে এক সময় দয়া চাইতো এমন বিতর্কিত মন্তব্য করার পর ফের বোমা ফাটালেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি।

Sachin and afridi | newsfront.co
ফাইল চিত্র

তিনি শোয়েব আখতারের ২০১২ সালের বই এর প্রসঙ্গ টেনে বলেন, ‘ আখতারকে খেলার সময় ওর পা কাঁপতো। মিড অফে ফিলডিং করার সময় আমি দেখতাম ও চাপে থাকতো। শুধু সচিন না আখতার যখন বল করতে আসতো অনেক ব্যাটসম্যানই এমন চাপে থাকতো। তবে আমি বলবো না সচিন সব সময় ভয় পেতো, তবে অনেক সময় ভয় পেতো আখতারকে খেলতে। যদিও সচিন এখন এইসব কথা এখন স্বীকার করবে না।’

আরও পড়ুনঃ রাজনীতি অনেক কঠিন জায়গা ওটা আমার জন্য নয়ঃ জন্মদিনে নিউজফ্রন্টকে জানালেন সৌরভ

২০০৬ সালে সচিন টেনিস এলবোতে জর্জরিত ছিলেন সে কারণে সেই সিরিজে আখতারকে খেলতে সমস্যা হয়েছিল সচিনের। কিন্তু ২০০৩-র বিশ্বকাপে আখতারের বিরুদ্ধে সচিনের তান্ডব বা ২০০৪ সিরিজ, ২০০৮ ভারত পাক সিরিজে পাকিস্তান বোলিং-এর বিরুদ্ধে সচিনের আক্রমণ আফ্রিদি ভুলে গেছেন মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here