ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
নাগাল্যান্ডকে আরও ৬ মাসের জন্য ‘উপদ্রুত এলাকা’ ঘোষণা করে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট (আফস্পা)-র মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি জারি জানান হয়েছে ৩১ শে ডিসেম্বর ২০২১ পর্যন্ত আফস্পা লাগু থাকবে।
নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিয়ো-এর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাতের ২৪ ঘন্টা না কাটতেই আফস্পার মেয়াদ ফের বৃদ্ধি করা হল।
বিশেষভাবে উল্লেখ্য যে দেশের উত্তরপূর্ব অঞ্চলে আফস্পা লাগু রয়েছে ১৯৫৮ সাল থেকে। তবে রাজ্য হিসেবে নাগাল্যান্ডের আবির্ভাব হয় ১৯৬৩ সালে।
Entire state of Nagaland declared "disturbed area" for six more months, till December-end, under controversial Armed Forces (Special Powers) Act, which empowers security forces to conduct operations anywhere and arrest anyone without any prior warrant: Union Home Ministry
— Press Trust of India (@PTI_News) June 30, 2021
আফস্পা(AFSPA) কি?
আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট (আফস্পা) আইন কার্যকর হয় ১৯৫৮ সাল থেকে। দেশের উত্তর-পূর্ব অঞ্চলে অশান্তি রুখতেই এই আইনের আবির্ভাব।
‘উপদ্রুত এলাকা’য় সশস্ত্র বাহিনী ৫ বা তার বেশি ব্যক্তির জমায়েতে নিষেধাজ্ঞা জারি করতে পারে। আইন শৃঙ্খলার অবনতি হলে শক্তি প্রয়োগ এমনকি সতর্কবার্তার পর গুলি পর্যন্ত চালাতে পারে সশস্ত্র বাহিনী।
আরও পড়ুনঃ রেকর্ড ভেঙে তাপপ্রবাহ আমেরিকা ও কানাডায়, অতিবৃষ্টিতে বিধ্বস্ত অবস্থা জার্মানি, সুইৎজারল্যান্ডের
এছাড়াও, আফস্পা লাগু থাকা এলাকায় কোন ওয়ারেন্ট ছাড়াই নিরাপত্তা বাহিনী যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তার, যেকোনো জায়গায় প্রবেশ ও তল্লাশি চালাতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584