নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

দীর্ঘ ১১ বছর জেল বন্দী থাকার পর সন্ত্রাসবাদে অভিযুক্ত কাশ্মীরি যুবক বশির আহমেদ বাবা বেকসুর খালাস পেয়ে ফিরলেন শ্রীনগরের বাড়িতে। তাঁর বিরুদ্ধে ভাদোদরা কোর্টে কোনো প্রমাণ দিতে পারেনি গুজরাট পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড।
বিজ্ঞানে স্নাতক ও কম্পিউটার সাইন্সে ডিপ্লোমা ডিগ্রিধারী বশির ২০১০ সালে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে গুজরাটের আনন্দ জেলায় ক্যান্সার চিকিৎসা সংক্রান্ত একটি ক্যাম্পে যোগ দেন। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে গুজরাট এটিএস।২০০২ সালের গুজরাট দাঙ্গার অসন্তোষকে কাজে লাগিয়ে সেখানকার মুসলিম যুবকদের নিয়ে সন্ত্রাসবাদি নেটওয়ার্ক তৈরি করা ও হিজবুল মুজাহিদিনের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে।
11 yrs after his arrest in Gujarat on UAPA, Srinagar resident returns home acquittedhttps://t.co/u2VvxbwPGe
— Express Gujarat (@ExpressGujarat) June 30, 2021
আনন্দ জেলা আদালতের অ্যাডিশনাল সেশন জাজ এস এ নাইকুম তাঁকে বেকসুর খালাস দিতে গিয়ে বলেন যে বশিরের বিরুদ্ধে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক তৈরির কোনো তথ্য প্রমাণ গুজরাট এটিএস দিতে পারেনি। হিজবুল মুজাহিদীন কমান্ডারদের সঙ্গে অভিযুক্তের কোনো সম্পর্কের প্রমাণও দিতে পারেনি তারা।
জেল থেকে মুক্তি পেয়ে ২৩ জুন শ্রীনগরের বাড়িতে ফেরেন বশির। দীর্ঘ ১১ বছর পর দেখা হয় পরিবারের সঙ্গে। দীর্ঘ জেলবন্দি থাকার ফলে সংসারটা একেবারে অথৈ জলে ভেসে গেছে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে বাবার। আপাতত দাদার দোকানই তাদের সম্বল। সেখানে বসেই নতুনভাবে জীবন শুরু করতে চান বশির। তিনি বলেন ‘আমার সঙ্গে যা হয়েছিল তা এককথায় ভয়াবহ। মাসের পর মাস জানতেই পারলাম না কেন আমাকে গ্ৰেফতার করা হল। তবে যেহেতু আমি নিরাপরাধ ছিলাম তাই জানতাম একদিন না একদিন ছাড়া আমি পাবোই।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584