খুললো স্কুল, উৎসবের আমেজে পড়ুয়ারা, করোনার আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে বাংলাদেশ

0
62

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

অতিমারির আতঙ্ক কাটিয়ে ৫৪৪ দিন পর বাংলাদেশে খুলে গেল স্কুল। রবিবার সকাল থেকেই বাংলাদেশের স্কুলে স্কুলে উৎসবের মেজাজ। কোথাও বা চকোলেট দেওয়া হচ্ছে পড়ুয়াদের। স্কুলে স্কুলে চোখে পড়ছে পড়ুয়াদের উচ্ছাস, নতুন উদ্যমে স্কুলে ফিরেছেন শিক্ষক-শিক্ষিকারাও।

Bangladesh reopen school
ছবি: সংগৃহীত

এমনও দেখা গিয়েছে যে, স্কুল খোলার সকাল ৮ টা বা ৯ টা থেকে। অথচ ভোর থেকেই স্কুলের আশেআশে ঘোরাফেরা করছে কচিকাঁচার দল। কার্যত উৎসবের আমেজে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা। তবে কোভিড বিধি কঠোর ভাবে মানা হচ্ছে এমন চিত্রই দেখা গিয়েছে বিভিন্ন স্কুলে । মুখে মাস্ক আছে কি না দেখা হচ্ছে স্কুলে প্রবেশের সময় দেখে নেওয়া হচ্ছে, না থাকলে বিতরণ করা হচ্ছে মাস্ক, দেওয়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, মাপা হচ্ছে তাপমাত্রাও। শারীরিক দূরত্ব বিধি মেনে পড়ুয়াদের বসার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুনঃ করোনায় মৃতদেহের সার্টিফিকেট নিয়ে নয়া গাইডলাইন ইস্যু কেন্দ্রের

আজ থেকে প্রাথমিক, মাধ্যমিক- উচ্চমাধ্যমিক ও মাদ্রাসাসহ সব স্কুল খুলে গেল। বিশ্ববিদ্যালয়গুলি খোলার পরিকল্পনা রয়েছে আগামী ১৫ অক্টোবর থেকে। স্কুল খোলার পর করোনা সংক্রমণের হার কেমন থাকছে তা পর্যবেক্ষণ করা হবে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলি প্রতিদিন নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here