দণ্ডাদেশের এক দশক পর নির্দোষ প্রমাণিত ছয় হতদরিদ্র

0
93

ওয়েবডেস্কঃ

টানা দীর্ঘ ১৬ বছর ধরে জেলের ঘানি টেনে চলেছেন ছয়  নিরীহ নির্দোষ হতদরিদ্র।  তবে ১৬ বছর ধরে শুধু যে জেলের ঘানি টানছেন তাই নয় ২০০৯ সালে মৃত্যুদণ্ডাদেশ পেয়ে যমদূতের অপেক্ষায় প্রহর গুনছেন ১০ বছর ।

২০০৩ সালে মহারাষ্ট্রের নাসিকে এক ভয়ানক  চুরির ঘটনায় এক মহিলা ও তাঁর ১৫ বছরের মেয়ে ধর্ষিত হয়, খুন হয়েছিলেন একই পরিবারে আরও ৫ জন সদস্য । তাঁর মেয়ে মারা গেলেও ওই ধর্ষিতা মহিলা এখনও বেঁচে আছেন ।

২০০৯ সালে শীর্ষ আদালত রায় দেয় যে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের সকলের বিরুদ্ধে যা প্রমাণ আছে তাতে তারা ফাঁসির সাজার যোগ্য । কিন্তু সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ ছুড়ে এই ৬ জন জেলবন্দি  এই রায়কে পুনরায় পর্যালোচনা করার জন্য পাল্টা আবেদন করে । ২০১৮ তে শীর্ষ আদালত ২০০৯ সালের ওই রায়ের পুনর্বিবেচনার করার সিদ্ধান্ত নেয় ।

কিন্তু সেখানে বিচারকরা দেখেন ওই ধর্ষিতা মহিলা সহ যে ৪ জনের ছবি চিহ্নিত করা হয়েছিল  তারা ইতিপূর্বে সাজা প্রাপ্ত ওই ৬ জনের কেউ নন ।

মঙ্গলবার শীর্ষ আদালতের বিচারপতি এ কে সিক্রি , বিচারপতি এস আব্দুল নাজির ও বিচারপতি এম আর শাহ এই কেসের রায় ঘোষণা করে জানায় অভিযুক্ত ওই ৬ জন সম্পূর্ণভাবে নির্দোষ । পাশাপাশি শীর্ষ আদালতের এই বেঞ্চ মহারাষ্ট্র সরকারকে এই ছয়জন নির্দোষ ব্যক্তিকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে ।

শীর্ষ আদালত মহারাষ্ট্রের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছে এই কেসের সাথে জড়িত সমস্ত অফিসারদের বিরুদ্ধে আগামী তিন মাসের মধ্যে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে ।

আরও পড়ুনঃরাহুল গান্ধী ডিসলেক্সিয়ায় আক্রান্ত বলে ব্যঙ্গ মোদীর

এই কেসের অন্যতম নির্দোষ আসামি অঙ্কুশ মারুতি শিন্দে যিনি ঘটনার সময় তার শৈশব বয়সে ছিলেন । শিন্দের চিকিৎসক মনবিদ ডক্টর অসিত শেঠ জানান জেলের অন্দরে এ নির্দোষ কয়েদি মানসিক হীনমন্যতায় ভুগছিলেন বহুদিন ধরে ।

(ছবি সৌজন্যে-লাইভল্য ডটইন)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here