স্পোর্টস ডেস্কঃ-হওয়ার কথা ছিল মহড়া, কিন্তু শেষ অবধি দাঁড়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে।তবে গতরাতের ম্যাচে যথেষ্ট টক্কর দেওয়ার পর মাত্র ২৬ রানে হার মানলো হংকং।ভারতের দেওয়া২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিজাকত খান (৯২) এবং অধিনায়ক অংশুমান রথ (৭৩)-এর ওপেনিং জুটিতে রেকর্ড ১৭৪ রান ভারতকে বিশাল সমস্যার সম্মুখীন করেছিল এবং ভারতীয় বোলিং য়ের কঙ্কাল দশা ভরিয়ে পড়েছিল। শেষ পর্যন্ত কুলদীপ যাদব ( ৪২ রানে ২ উইকেট) এই জুটি ভাঙেন।ভারতের হয়ে শিখর ধাওয়ান সেঞ্চুরি হাঁকান(১২৭)। এছাড়া রান করেন আম্বাতি রায়ডু(৬০)।
গতরাতে হংকংয়ের বিরুদ্ধে মহড়া সেরে নেওয়ার পর আজ পাকিস্তানের বিরুদ্ধে মহারণে নামতে চলেছে ভারত।ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এক্সট্রা উত্তেজনা।তার উপর দু দেশের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক না থাকায় গ্লোবাল কোন ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের ক্রিকেট দেখার দেখা থেকে ক্রিকেট প্রেমীরা দীর্ঘদিন বঞ্চিত। তাই স্বাভাবিক ভাবেই দীর্ঘদিন পর দর্শকরা মুখিয়ে আছে এক উত্তেজনাকর ম্যাচ দেখার জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584