শাসকের বিরুদ্ধাচরনের শিক্ষা নদীয়ার পালিত বেঘিয়ায়

0
148

নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ‘গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব’নির্বাচন প্রক্রিয়া সমাধা হওয়ার পরও সন্ত্রাস অব‌্যাহত থাকল জেলায় জেলায়। নদীয়া জেলার নানা গ্রামেও সন্ত্রাসের ধারা অটুট রাখল শাসকদল। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সময়ে ভোট লুঠ, অবাধ ছাপ্পা, খুন, বোমাবাজির পরও আজও নদীয়া জুড়ে দিনভর চলল বিরোধী প্রার্থীদের প্রাণনাশের হুমকি ও মারধোর। নদীয়া জেলার পালিতবেঘিয়া গ্রাম পঞ্চায়েতে শাসকদলের ‘বিরোধীশূন‌্য’শ্লোগানকে চ‌্যালেঞ্জ করে জনগণের দাবী মেনেই নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছিলেন দীপঙ্কর সর্দার। নির্বাচন প্রক্রিয়া সমাপণ হয়ে যাওয়ার পরপরই ‘সর্দারের’এলাকা বলে পরিচিত গোকুলনগর, আড়ারবেঘিয়া, পালিতবেঘিয়া, চকবেগে, লোহাসা গ্রাম জুড়ে চলে শাসকদলের তান্ডব। বিরোধীদলে নেতা কর্মী সমর্থকদের উপর চড়াও হয়ে চলে ব‌্যাপক মারধর, বাড়ি ভাঙচুর করা হয় প্রায় পাঁচজন সমর্থকের। মহিলা সমর্থকদেরও মারধোর করা হয় বলে অভিযোগ। সারা দিনভর চলে হুমকি ও তান্ডবলীলা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশকে বারবার জানানো সত্ত্বেও পুলিশ কোনো নিরাপত্তাই দেয়নি। সামনেই নির্বাচনের ফল ঘোষণা, উত্তরোত্তর বাড়ছে শাসকের রোষ। পুড়িয়ে দেওয়া হয়েছে ফসল। কোথাও ঘরবাড়িও জ্বালানোর অভিযোগ উঠেছে। এমতাবস্থায় অনাকাঙ্খিত আতঙ্কের মধ‌্যেই দিনগুজরান গ্রামবাসীদের।

ফিচার ছবি সংগৃহীত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here