পরীক্ষা শেষে মায়ের প্রচারে ছায়া সঙ্গী মিছিল

0
281

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

after examination election rally with mother
মায়ের সাথে মিছিল।নিজস্ব চিত্র

আমার বাবা আপনাদের অত্যন্ত কাছের মানুষ ছিল,তিনি এখন আর নেই,বাবার স্বপ্ন মায়ের মাধ্যমেই পূরণ হবে এই আশা করে আপনাদের কাছে এসেছি আশীর্বাদ নিতে এবং মায়ের হয়ে ভোট প্রার্থনা করতে।

রায়গঞ্জে রাহুল গান্ধীর জনসভায় পূর্বে এই কথাগুলো বলে সকলের মনকে জয় করে নিয়েছেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বর্গীয় প্রিয়রঞ্জন দাশমুন্সির একমাত্র পুত্র প্রিয়দীপ দাশমুন্সি।যার ডাক নাম মিছিল।

after examination election rally with mother
বক্তৃতা।নিজস্ব চিত্র

প্রথমেই হিন্দিতে ভাষণ দিয়ে কেন্দ্রে মোদি সরকারের বিরুদ্ধে যেভাবে তোপ দাগলেন তাতে মনে হচ্ছিল কোন হেভিওয়েট নেতা হয়তো ভাষণ দিচ্ছেন।কিন্তু না এই প্রথম বার তিনি এইভাবে ভরাট জনসভায় বক্তব্য রাখলেন মায়ের হয়ে।উল্লেখ্য এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী দীপা দাশমুন্সি আবারও লড়াইয়ের ময়দানে নেমেছেন।

আরও পড়ুনঃ কংগ্রেসকে গরুর গাড়ির হেড লাইট আর সিপিএমকে সাইনবোর্ড বলে উল্লেখ শুভেন্দুর

গত লোকসভা নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে তিনি হেরে গেলেও এবার কোন অবস্থাতেই হারতে চান না। তাই প্রথম থেকে আদাজল খেয়ে নেমেছেন ভোটের ময়দানে।ইতিমধ্যেই ইসলামপুর থেকে কালিয়াগঞ্জ এর মধ্যে যে কটি বিধানসভা কেন্দ্র তার মধ্যে রায়গঞ্জ লোকসভার মধ্যে পড়ে তার প্রত্যেকটিতেই কখনো পায়ে হেঁটে কখনো বা হুড খোলাখোলা গাড়িতে চেপে ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন।

প্রথম দিকে তার পাশে তার পুত্র না থাকলেও পরে অবশ্য পরীক্ষা শেষ হওয়ার পর শুধুর লন্ডন থেকে থেকে চলে আসেন প্রিয়দীপ। এখন মায়ের সঙ্গে সর্বক্ষণের সঙ্গী প্রচারের ময়দানে নেমে পড়েছে সর্বক্ষণের জন্য।এখন তার একটাই লক্ষ্য জেলার জন্য বাবার অসম্পূর্ণ কাজ মায়ের হাত দিয়ে সম্পূর্ণ করা তবেই বাবার স্বপ্ন পূরণ হবে বলে মিছিল তার বক্তৃতার মাধ্যমে বুঝিয়ে দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here