পাঁচ ঘন্টা পর নিয়ন্ত্রণে এল গঙ্গাসাগরের অগ্নিকাণ্ড

0
40

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে যায় গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমের নিকটস্থ ১০টি দোকান।স্থানীয়সূত্রে জানা যায় যে, সন্ধ্যার ৭টার সময় স্থানীয় ব্যবসায়ী মিলন গিরি তার দোকানের মধ্যে তৈরি হওয়া ভিমরুলের চাকে আগুন লাগাতে গিয়ে এই বিপত্তি ঘটে ।

cow | newsfront.co
ভস্মীভূত দোকান ৷ নিজস্ব চিত্র
woman | newsfront.co
নিজস্ব চিত্র

আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আশেপাশের দোকান গুলোতে তা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে দমকলের ১টি ইঞ্জিন ও সাগরের বিশাল পুলিশ বাহিনী।প্রাথমিক অবস্থায় স্থানীয় লোকজনের সাথে বচসা বাধে দমকল কর্মীদের৷ পরে অবশ্য পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের টানা ৫ ঘন্টার সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে।লকডাউ‌নে ঠিক ম‌তো দোকান খোলা হয়নি, রোজগার নেই , তার উপর এমন দুঃখজনক ঘটনায় স্বাভাবিক ভাবেই দোকানদাররা প্রবল সমস্যার সম্মুখীন হন ।

man | newsfront.co
ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ৷ নিজস্ব চিত্র

দোকানের শেষ সম্বল টুকু আছে কিনা দেখতে এসে দেখে তাদের দোকানের কিছুই অবশিষ্ট নেই ।সব কালকের রাতের আগুনে ভস্মীভূত হয়েগেছে ।

আরও পড়ুনঃ বিকল্প আয়ের লক্ষ্যে কলা বাগান, সেখানেও চুরি!

আজকের সকালে গঙ্গাসাগর কোষ্টাল থানার ওসি দেবাশীষ রায় ও এস‌ডি‌পিও অনিল রায় (এসডিপিও,কাকদ্বীপ)ঘটনাস্থল পরিদর্শন করেন। কাকদ্বীপের এসডিপিও অনিল রায় ওই অসহায় দোকানদারদের পাশে থাকার আশ্বাস দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here