চার মাস পর হাজারদুয়ারির দরজা খুলল পর্যটকদের জন্য

0
145

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

করোনার দ্বিতীয় ঢেউয়ের অভিঘাত সামলে দীর্ঘ চার মাস পর পর্যটকদের জন্য আজ মঙ্গলবার থেকে খুলে গেল হাজারদুয়ারি। করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের জেরে প্রায় ৪ মাস বন্ধ ছিল রাজ্যের অন্যতম বিখ্যাত পর্যটন ক্ষেত্র হাজারদুয়ারি। গত ১৬ এপ্রিল থেকে বন্ধ থাকার পর আজ কেন্দ্রের অধীনস্থ সব স্মৃতিসৌধ ও প্রদর্শনীশালা খুলে দেওয়া হয়েছে।

Hazarduari Palace
ছবি: সংগৃহীত

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে এই নির্দেশ আসার পরেই গত ১৬ এপ্রিল থেকে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায় হাজারদুয়ারী। ২০২০-এর লকডাউনের সময়কার সেই ছবি আবার ফিরে আসে। মঙ্গলবার থেকে আবার হাজারদুয়ারি খুললেও পুরনো চেনা ভিড় চোখে পড়েনি। কারণ রাজ্যে এখনো জারি রয়েছে একাধিক করোনা বিধিনিষেধ, তাই ছবিটা কার্যতই অন্যরকম।এদিন হাজারদুয়ারিতে পর্যটকের সংখ্যা ছিল হাতে গোনা। তবে জানা গিয়েছে পর্যটকদের জন্য হাজারদুয়ারির দরজা খুলে দেওয়া হলেও মানতে হবে যাবতীয় কোভিড বিধি।

আরও পড়ুনঃ নয়া বিজ্ঞপ্তি প্রকাশ কলেজ সার্ভিস কমিশনের, ‘সেট’ পরীক্ষায় অন্তর্ভুক্ত তিনটি নতুন বিষয়

করোনা আবহে হাজারদুয়ারি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার পর ঝাঁপ বন্ধ হয়েছিল হাজারদুয়ারি সংলগ্ন দোকানগুলিরও। তবে এদিন নতুন করে হাজারদুয়ারি খোলায় আবার আশার আলো দেখছেন দোকানদার ও ব্যবসায়ীরা। সামনেই আসছে উৎসবের মরশুম। সুদিন ফিরবে বলেই আশা তাঁদের। পাশাপাশি দুর্দিন কাটিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে করোনার জেরে মুখ থুবড়ে পড়া পর্যটন শিল্পও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here