ভারতের আক্রমণঃসময় মতো প্রত্যাঘাত করবে পাকিস্তান, হুমকি ইমরানের

0
399

ওয়েবডেস্কঃ

১৪ ই ফেব্রুয়ারি ৪০ জন সেনা জওয়ান এর শহীদ হওয়ার পর থেকে ক্ষোভে ফুঁসছিল গোটা দেশ। মনে প্রতিশোধের আগুন জ্বলছিল সীমান্তে থাকা ভারতীয় জাওয়ানদের । পুলওয়ামা হামলার পর দিন থেকেই জইশ-ঈ-মহম্মদ জঙ্গিগোষ্ঠীকে উচিত জবাব দিতে শুরু হয় জোর তোড়জোড় ।

মঙ্গলবার ভোরে পুলওয়ামা হামলার ১২ দিনের মাথায় পাকিস্তান সীমান্তে ঢুকে জইশ-ঈ-মহম্মদ, লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদীন এর তিনটি সেনা ঘাঁটি গুঁড়িয়ে দেয়  ভারতীয় বায়ুসেনা।

ভারতীয় সেনা সূত্রে দাবি, বায়ুসেনার যুদ্ধবিমান মিরাজ ২০০০ এর ১২ টি যুদ্ধবিমান পাকিস্তানের বালাকোটায় ঢুকে প্রায় ১০০০ কেজি বোমা ফেলে খতম করেছে ২৫০ থেকে ৩০০ জন জঙ্গীকে । আজ ভারতীয় বিদেশ সচিব বিজয় গোখলে এ প্রসঙ্গে জানান, “বালাকোটে জইশের সবথেকে বড় জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। জইশ-এ-মহম্মদের বহু জঙ্গি, সিনিয়র কমান্ডার, প্রশিক্ষকরা মারা গিয়েছে ।”

কিন্তু আজকের সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে কী বলছে পাকিস্তান ? দ্য হিন্দু সূত্রে খবর , ভারতীয় আক্রমণে সেরকম কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করে পাকিস্তান।পাকিস্তানের মেজর জেনারেল আসিফ গফুর জানান ” ভারতীয় বায়ু সেনা বাহিনী নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ে পাকিস্তান সঙ্গে সঙ্গে তাদের তাড়া দেয় । তারপর ভারতের বিমান চলে যায় ।”  তিনি আরো জানান, ” ভারতীয় বায়ুসেনা রা মুজাফফরাবাদ সেক্টর এর মধ্য দিয়ে পাকিস্তানে ঢোকে । পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে সময়মতো ও কার্যকরী প্রতিক্রিয়া পেয়ে তারা বালাকোটের কাছে এসে পরাস্ত হয়ে পালিয়ে যায় । কোন হতাহত বা ক্ষতি হয়নি । ”

কিন্তু ,পাকিস্তানের  বিদেশ মন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি আজ এক জরুরি মিটিংয়ের পরে জানান ” প্রথমত আজ তারা পাকিস্তানের বিরুদ্ধে একটা আক্রমণ করেছে । এক্ষেত্রে নিয়ন্ত্রণ রেখা লংঘন করা হয়েছে । আমি এটাকে নিয়ন্ত্রণ রেখার লংঘন বলে মনে করি এবং আত্ম রক্ষার তাগিদে পাকিস্তানের উপযুক্ত জবাব দেবার অধিকার আছে। ”

এদিকে পাকিস্তানের শীর্ষ বিরোধী নেত্রী সেনেটর শেরি রহমান জানিয়েছেন ” এটা স্পষ্ট যে নরেন্দ্র মোদী সমান প্রত্যাঘাতের বার্তা দিয়ে ভোট যুদ্ধে প্রচারের সম্ভাবনা তৈরি করছেন । ভারতের শাসক দলের যুদ্ধের দেওয়া ছাড়া ভোটে জেতার মতো অন্য কোন উপায়ে আর নেই ।”

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান বাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন পাকিস্তানবাসিরা যেন সমস্ত রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে । তিনি আরো জানিয়েছেন সময় মত পাকিস্তানও প্রত্যাঘাত করবে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here