শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বিস্ফোরক ভর্তি ফল খাইয়ে অন্তঃসত্ত্বা হাতিকে মেরে ফেলার ঘটনায় সারাদেশের সঙ্গে সরব হয়েছিল এই শহরের মানুষেরাও। তবে জানা যায়নি, নৃশংসতায় কেরালাকে টেক্কা দিতে পারে কলকাতাও। এবারের ঘটনা খাস কলকাতা শহরে।
শুক্রবার রাত ন’টা নাগাদ কলেজ স্ট্রিটের বিখ্যাত শরবতের দোকানের সামনের ফুটপাতে একটি সারমেয়র ছিন্নভিন্ন দেহ পাওয়া গেল। মাথাটা দেহ থেকে একেবারেই আলাদা। দেখে মনে হচ্ছে,
কোন ধারালো অস্ত্র দিয়ে সেটা দেহ থেকে আলাদা করা হয়েছে।
আরও পড়ুনঃ দক্ষিণ কাশ্মীরে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২ জঙ্গি
সামনের একটি পাও উধাও। অ্যান্টনি ডিসুজা নামে এক ব্যক্তি ফেসবুকে এই বিষয়টা নিয়ে লাইভ করেন। শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ সেটা দেখেই তাঁর সঙ্গে যোগাযোগ করেন মানবাধিকার কর্মী সোমনাথ বিশ্বাস। তিনি বিষয়টি আমহার্স্ট স্ট্রিট থানা জানানোর পরামর্শ দেন। তারপরে নিজেই সেখানে পৌঁছে থানায় অভিযোগ দায়ের করেন।
সারমেয়র দেহটি বরফে সংরক্ষণ করেন। ছুটি থাকায় শনি, রবিবার ময়নাতদন্ত সম্ভব নয়। সেই কারণে সোমবার বেলগাছিয়া পশু হাসপাতালে ময়নাতদন্ত হবে।
এ বিষয়ে পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে বলে জানিয়েছেন সোমনাথ বিশ্বাস। তবে পুলিশে অভিযোগ জানানোর পাশাপাশি তাঁরা কেন্দ্রীয় সরকার এবং মানেকা গান্ধীর কাছে কাছেও ই-মেল করে পুরো বিষয়টি জানিয়েছেন। কী কারণে এই হত্যা তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুনঃ হাট বসাকে কেন্দ্র করে চোপড়াতে সংঘর্ষ
বিষয়টি দুর্ঘটনা কি না তাও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে সারমেয়র একটি পা এবং দেহের খানিকটা অংশ উধাও হয়ে যাওয়ার ঘটনা ভাবাচ্ছে তদন্তকারীদের। কারণ দুর্ঘটনা হলে এভাবে দেহের অংশ উধাও হয়ে যায় না। বিষয়টি সম্বন্ধে আরও পরিষ্কারভাবে জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584