টি-টোয়েন্টিতে হারের পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ালো ভারত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে সহজ জয়

0
64

স্পোর্টস ডেস্কঃ

টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যাওয়ার পর আজ প্রথম একদিনের ম্যাচে ঘুরে দাঁড়ালো ভারত। কেদার যাদব ও ধোনির ব্যাটিংয়ের সৌজন্যে আজ অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে পরাজিত করে ভারতীয় দল।

টসে জিতে আজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কিন্তু ইনিংসের প্রথমেই শূন্য রানে ফিরে যান তিনি। এরপর উসমান খোয়াজা(৫০) ও স্টোয়নিস(৩৭) অস্ট্রলিয়া ইনিংসের হাল ধরলেও ভারতীয় বোলারদের কৃপণ বোলিংয়ের সামনে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৬ রানের বেশি তুলতে পারেনি  অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে খোয়াজা ও স্টোয়নিস ছাড়াও ম্যাক্সওয়েল ৪০ ও অ্যালেক্স ক্যারি উল্লেখযোগ্য ৩৬ রান করেন। ভারতের হয় মহম্মদ শামি ১০ ওভারে ৪৪ রান দিয়ে ২টি ও কুলদীপ যাদব ১০ ওভারে ৪৬ রান দিয়ে ২ টি উইকেট তুলে নেন।

রান তাড়া করতে নেমে ভারত প্রথমেই শিখর ধাওয়ানের (০) উইকেট হারায়।এর পর ইনিংসের হাল ধরেন রোহিত (৩৭) ও কোহলি (৪৪)। তাঁরা আউট হওয়ার পর ভারতের স্কোর যখন ৯৯, তখন রাইডুও ব্যক্তিগত ১৩ রানে আউট হন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। শেষ পর্যন্ত কেদার যাদবের অপরাজিত ৮১ ও ধোনির অপরাজিত ৫৯ রানের সুবাদে ভারত জয়ের জন্য প্রয়োজনীয় রান ৪৮.২ ওভারে তুলে নেয়।

আরও পড়ুনঃম্যাক্সওয়েলের অপরাজিত সেঞ্চুরিতে টি-টোয়েন্টি সিরিজ খোয়ালো ভারত

আজকের জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল কোহলিরা। সিরিজের পরের ম্যাচ আগামী ৫ ই মার্চ নাগপুরে অনুষ্ঠিত হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here