স্পোর্টস ডেস্কঃ-
মেসির পর এবার রোনাল্ডো।প্রথম জনের পেনাল্টি মিস আর্জেন্টিনা কে দাঁড় করিয়ে ছে খাদের কিনিরায়।আর দ্বিতীয় জন পেনাল্টি মিস করলেও পর্তুগাল পরের রাউন্ডে।
ম্যাচ ছিল পর্তুগাল বনান ইরানের।ফলাফল ১-১। ড্র করেও পর্তুগাল শেষ ১৬য় জায়গা করে নিল। অন্য দিকে তিন ম্যাচে এক জয়,একটি পরাজয় ও শেষ ম্যাচে ড্র নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল ইরান। একাধিকবার সুযোগ আসা স্বত্তেও ইরান কাজে লাগাতে ব্যর্থ ।ম্যাচের ৪৫তম মিনিটে গোল করেন পর্তুগালের রিকার্ডো কুয়ারেসমা। ৯২ মিনিটে প্রত্যাঘাত হানে ইরান। সুযোগ কাজে লাগান করিম আনসারিফার্দ। কিন্তু ম্যাচের বড় ঘটনা রোনান্ডোর ম্যাচের ৫৩তম মিনিটে পেনাল্টি মিস আর লাল কার্ড খেতে খেতে বেঁচে যাওয়া।
গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ ১৬তে জায়গা পেল পর্তুগাল।এই গ্রুপ থেকে প্রথম হয়েছে স্পেন। অপরদিকে তৃতীয় স্হান দখল করে যথেষ্ট সমীহ আদায় করে নিয়ে বিদায় নিল ইরান।
(ছবি-রয়টার্স ও টুইটার)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584