পাকিস্তান সফর সম্পন্ন করে ভারতে পদার্পণ সৌদি রাজকুমারের, স্বাগত জানালেন মোদী

0
285

ওয়েবডেস্কঃ

দুদিনের পাকিস্তান সফর সম্পন্ন করে ভারতে পদার্পণ করলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন‌‌।
আজ দিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জানা গেছে আগামীকাল এক দ্বিপাক্ষিক বৈঠকে  বসবেন তাঁরা‌। সেখানে দু দেশের সম্পর্ক নিয়ে যেমন আলোচনা হবে তেমনি আলোচনা হবে দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়েও। সেই কারণে সৌদি যুবরাজ শিল্পপতিদের একটি প্রতিনিধি দল নিয়েও এসেছেন ভারতে।

তবে পুলওয়ামা কান্ডের পর  ভারত-পাকিস্তান সম্পর্কের   টানাপোড়েনের মাঝেই এই দুই দেশের সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আগামীকাল এই নিয়ে কোনও বার্তা দেন নাকি সেদিকেও নজর থাকবে বিশ্বের।

আরও পড়ুনঃস্টিং অপারেশনে বলিউড তারকাদের মুখোশ উন্মোচনঃটাকার বিনিময়ে তাঁরা রাজনৈতিক দলের হয়ে প্রচারে রাজি 

উল্লেখ্য, কিছু দিন আগে পাকিস্তানকে ৬ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার পর, গতকাল পাকিস্তানে আবার ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন সৌদির এই রাজকুমার।

(ছবি সৌজন্যে-https://twitter.com/saurabhsriLive/status/1097892217501478912?s=19)

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here