ওয়েবডেস্কঃ
দুদিনের পাকিস্তান সফর সম্পন্ন করে ভারতে পদার্পণ করলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন।
আজ দিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
#WATCH Prime Minister Narendra Modi receives Saudi Arabia Crown Prince Mohammed bin Salman upon his arrival in India. pic.twitter.com/huwzGrPhFG
— ANI (@ANI) February 19, 2019
জানা গেছে আগামীকাল এক দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তাঁরা। সেখানে দু দেশের সম্পর্ক নিয়ে যেমন আলোচনা হবে তেমনি আলোচনা হবে দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়েও। সেই কারণে সৌদি যুবরাজ শিল্পপতিদের একটি প্রতিনিধি দল নিয়েও এসেছেন ভারতে।
তবে পুলওয়ামা কান্ডের পর ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের মাঝেই এই দুই দেশের সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আগামীকাল এই নিয়ে কোনও বার্তা দেন নাকি সেদিকেও নজর থাকবে বিশ্বের।
India is delighted to welcome HRH Mohammed Bin Salman, the Crown Prince of Saudi Arabia. pic.twitter.com/wBK1F1UZAA
— Narendra Modi (@narendramodi) February 19, 2019
আরও পড়ুনঃস্টিং অপারেশনে বলিউড তারকাদের মুখোশ উন্মোচনঃটাকার বিনিময়ে তাঁরা রাজনৈতিক দলের হয়ে প্রচারে রাজি
উল্লেখ্য, কিছু দিন আগে পাকিস্তানকে ৬ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার পর, গতকাল পাকিস্তানে আবার ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন সৌদির এই রাজকুমার।
(ছবি সৌজন্যে-https://twitter.com/saurabhsriLive/status/1097892217501478912?s=19)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584