ওয়েবডেস্কঃ
কাশ্মীরে ‘ভারতীয় সন্ত্রাস’ নিয়ে ওআইসির প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারত এক কড়া বার্তায় জানালো যে ‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং এটা সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ ব্যপার’।
সংবাদ সংস্থা দ্যা হিন্দু সূত্রে জানা গেছে যে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন সংক্ষেপে ওআইসি’র সভায় বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের ভাষণের একদিন পরেই এক প্রস্তাবে জম্মু কাশ্মীর নিয়ে ‘ভারত-পাকিস্তান শান্তি প্রক্রিয়া’য় পাকিস্তানের প্রশংসা, অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ, কাশ্মীরে ‘ভারতীয় সন্ত্রাস’ ‘মাস ব্লাইন্ডিং’ ও ‘ বেআইনি ভাবে আটক ও নিখোঁজ হয়ে যাওয়া’র মত গুরুতর অভিযোগ উঠে এসেছে।
সেই প্রস্তাবে বলা হয়েছে যে কাশ্মীরের সাধারণ মানুষের উপর ভারতীয় সেনাবাহিনী চরম দমন-পীড়ন চালায়। ২০১৬ সালের জুলাই মাসের পর থেকে অত্যাচারের পরিমাণ আরও বেড়ে গেছে।
এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রক এক কড়া বার্তায় জানায় যে ‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং এটা সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ ব্যপার’।
আবুধাবিতে অনুষ্ঠিত ওআইসির সেই সভায় যোগ দিয়ে প্রথম দিনেই বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদের মদত দানকারীদের কঠোর সমালোচনা করেন।নাম না করেই তিনি পাকিস্তানের কঠোর সমালোচনা করেন।
আরও পড়ুনঃসন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই কোন ধর্মেরই বিরোধী নয়ঃOICতে সুষমা স্বরাজ
উল্লেখ্য,এবারই প্রথম এই সভায় অতিথি হিসেবে ভারতকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু পুলওয়ামা জঙ্গি হানার পাল্টা এয়ার স্ট্রাইকের পর ভারতের যোগদানের ব্যাপারে বাঁধা দেয় পাকিস্তান। কিন্তু সেই প্রস্তাব গৃহীত না হওয়ায় পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এই বৈঠকে অনুপস্থিত থাকেন।
(সংবাদ সূত্র ও ছবি সৌজন্যে-দ্যা হিন্দু ও এনডিটিভি ডট কম)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584