স্পোর্টস ডেস্কঃ
শেষ ১৯ টা ওয়ানডে ম্যাচের মধ্যে ১৭ টা তেই হার,শেষ সাত ম্যাচে পরপর পরাজয়ের পর অবশেষে জয়ের মুখ দেখল অস্ট্রেলিয়া, তাও মাত্র ৭ রানে।
প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয়ের পর টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠায় সাউথ আফ্রিকা।কিন্তু কাংগিসো রাবাদা(৪উইকেট), প্রেটোরিয়াস(৩উইকেট) ও ডেল স্টেইনের(২উইকেট) দূর্দান্ত বোলিংয়ের সামনে ৪৮.৩ ওভারে ২৩০ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার হয়ে ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ ৪১, ক্রিস লিন ৪৪ ও উইকেট কিপার অ্যালেক্স কারে ৪৭ রান করেন।
কিন্তু মিচেল স্টার্ক(২উইকেট) হ্যাজেলউড(২),প্যাট কামিন্স(২) ও মার্ক স্টোয়নিসের(৩) দূর্দান্ত বোলিং সাউথ আফ্রিকাকে ২২৪ রানে আটকে রেখে ৭ রানে জয় পায় অস্ট্রেলিয়া। সাউথ আফ্রিকার হয়ে ক্যাপ্টেন ডুপ্লেসিস ৪৭ ও মিলার ৫১ রান করেন। শেষ ওভারে দরকার ছিল২০রান, ব্যাটসম্যান ছিলেন ইমরান তাহির, বোলার ম্যাক্সওয়েল। কিন্তু তাহির ১২ রানের বেশী তুলতে পারেননি।(ছবি-টুইটার)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584