বহু চেষ্টার পর ঘুম পাড়ানি গুলিতে কাঁবু হয়ে খাঁচা বন্দি রয়্যাল বেঙ্গল টাইগার

0
82

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

অনেক চেষ্টা ও কসরতের পর ৬ দিনের দিন ধরা পড়ল সুন্দরবনের পাশে কুলতলীর জঙ্গলে হারিয়ে যাওয়া সেই রয়েল বেঙ্গল টাইগার। শেষ পর্যন্ত ঘুমপাড়ানি গুলিতেই কাবু হলো বাঘ। দেখা যাওয়া মাত্রই বাঘকে ঘুমপাড়ানি গুলি ছোড়ে বনকর্মীরা।

Royal Bengal Tiger
প্রতীকী চিত্র

ঘুম পাড়ানি গুলি ছোড়ার পর পিয়ালি নদীর কাছে পাতা খাঁচায় এসে পরে বাঘ। কিন্তু দরজা খোলা থাকায় ফের পিঠটান দেয়। তবে ঘুমপাড়ানি গুলির প্রভাব থাকায় বেশিদূর যেতে পারেনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, বাঘটির গতিবিধির উপর কড়া নজর রেখেছে বনকর্মীরা।

রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, বাঘটিকে এবার স্বাস্থ্য পরীক্ষা করে পশু হাসপাতালে নিয়ে যাওয়া হবে। বাঘটির শরীরে কোথাও কোনও আঘাত রয়েছে কিনা,তা পরীক্ষা করে দেখা হবে।

আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন

শুক্রবার বাঘের আতঙ্ক ছড়ি পড়ে বনের পাশে লোকালয়ে। আতঙ্কে দিন কাটাতে শুরু করে গ্রামবাসীরা। এরপর বিস্তীর্ণ এলাকা জুড়ে জাল পেতে খাঁচাবন্দি করার চেষ্টা করা হয় বাঘকে। গুলি, মাচা বেঁধে ওপর থেকে নজরদারি- সব রকম প্রস্তুতি নেওয়া হয়। নদী থেকে জল নিয়ে জলকামান দাগা শুরু হয়। ব্যবহার করা হয় চকোলেট বোমা, লঙ্কা-পটকাও। তবে বারবার উঁকি দিয়েও ধরা পড়ছিলো না বাঘটি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here