নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ
লোকসভা নির্বাচনে রাজ্যে বিপর্যয়ের পরে মূল্যায়ন বৈঠকে দলীয় সংগঠনে বেশ কিছু পরিবর্তন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।বিপর্যয় মোকাবিলায় ভাইপো অভিষেকে বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব ছাঁটতেও দ্বিধা করেন নি তিনি।দলীয় সংগঠনের পর এবার মন্ত্রীসভার দিকে নজর দিলেন মুখ্যমন্ত্রী।
মন্ত্রীসভার রদবদলের ফাইল মঙ্গলবার নবান্ন থেকে রাজভবনে পাঠানো হয়েছে বলেই জানা গেছে।রাজভবন সূত্রের খবর,রাজ্যপাল বর্তমানে প্রয়াগরাজে আছেন তিনি ফিরলে মুখ্যমন্ত্রীর সুপারিশে সই করলেই মন্ত্রীবদলের সিদ্ধান্তে সিলমোহর পড়বে।
সূত্রের খবর,রাজ্য মন্ত্রীসভার আট দশজন মন্ত্রীর উপর কোপ পড়তে চলেছে।যার মধ্যে সব চেয়ে বেশী কোপ পড়ার সম্ভাবনা উত্তরবঙ্গের দুই মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং গৌতম দেবের উপর।একই সাথে দফতরহীন মন্ত্রী হতে পারেন শান্তিরাম মাহাত ও বিনয় বর্মণ।দফতর হাতছাড়া হতে পারে মন্ত্রী মলয় ঘটকেরও।
আরও পড়ুনঃ মানুষকে পাশে থাকার আহ্বান জানিয়ে ত্রুটিমুক্ত হওয়ার চ্যালেঞ্জ সৌরভের
অন্যদিকে পূর্বতন পশ্চিমাঞ্চল উন্নয়ন ও পঞ্চায়েত দফতরের দায়িত্বে ফিরতে চলেছেন সুব্রত মুখোপাধ্যায়।বাড়তে চলেছে শুভেন্দু অধিকারির দায়িত্ব।মুখ্যমন্ত্রীর হাতে থাকা আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্ব পেতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।একই সাথে পরিবেশের দায়িত্ব সৌমেন মহাপাত্র এবং ব্রাত্য বসু পেতে চলেছেন বন দফতরের দায়িত্ব,একই সাথে বনদফতরের রাষ্ট্রমন্ত্রী হতে চলেছেন সুজিত বসু।
সূত্র মারফৎ জানা যাচ্ছে যে,মন্ত্রী সভায় আরও কিছু নতুন মুখ আনতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584