টিউশনি শেষে বিদ্যালয়ে আসতে দেরি,গেটে তালা

0
200

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বিদ্যালয়ে আসার সময়ে অতিক্রম করলে দিতে হবে তার মাশুল।পরিষ্কার জানিয়ে দিল বিদ্যালয় কর্তৃপক্ষ।সেই মতই বুধবার বেলদা গঙ্গাধার অ্যাক্যাডেমি তে ঢুকতে দেওয়া হলো না বেশ কয়েকজন ছাত্র ছাত্রী কে।কারণ তারা বিদ্যালয় প্রার্থনার আগে উপস্থিত হতে পারেনি।এদিকে অবশ্য বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মতে,প্রথমে ছাত্রছাত্রীদের শিখতে হবে নিয়ম শৃঙ্খলা আর নিয়ম ভেঙ্গে বিদ্যালয় দেরি করে আসা যাবেনা।একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার প্রথম দিন থেকেই সময় মত বিদ্যালয়ে আসার কথা বলা হচ্ছিল।তবে ছাত্রছাত্রীরা নিয়মিত সময় করে স্কুল আসতো না।তাই কড়া ভাবেই গেট লাগিয়ে দিয়ে ছাত্র ছাত্রীদের ঢুকতে দেওয়া যাবে না।ঘড়িতে তখন ১০.৫০,বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দিল বিদ্যালয় কর্তৃপক্ষ।

গেটে তালা।নিজস্ব চিত্র

ঢুকতে দেওয়া হবে না এমনই কড়া বার্তা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলক ভট্টাচার্যের।বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্র সৌভিক দাস জানায়,”বিদ্যালয় প্রার্থনার পরেও ঢুকতে দেওয়া হতো।কিন্তু আজ সামান্য দেরি হতে বিদ্যালয় প্রার্থনার পর ঢুকতে দেওয়া হয়নি।যদিও বিদ্যালয়ের সময় এর পরের আসা হয়েছে তবুও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের একটি ক্লাস সাসপেন্ড করে পরের ক্লাস থেকে ঢুকতে দেওয়ার অনুমতি দিক।”এদিকে দায়িত্বে থাকা প্রধান শিক্ষক অলক ভট্টাচার্যের স্পষ্ট বক্তব্য,”আমরা অনেকদিন আমরা ছাত্রছাত্রীদের ছেড়ে দিয়েছি তবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে মিটিং করার পর আমরা সিদ্ধান্তে আসি যে প্রার্থনার পর কোনরূপ ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের ঢুকতে দেওয়া হবে না।দেরি করে এলে তাদের বাড়ি ফিরে যেতে হবে।”বিদ্যালয়ের দ্বাদশ শ্রেনির ছাত্র বিশ্বজিৎ সেন জানায়,”টিউশন শেষ করে বিদ্যালয়ে আসতে দেরি হয়েছে।অন্যান্য দিন বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হত আজ হয়নি।আমার একদিন দেরি হয়েছে।আমাদের ক্লাস করতে দেওয়া হোক।”কড়া আদেশ মত বিদ্যালয়ের গেট খোলা হল না,ছাত্রছাত্রীরা ঠায় বসে রইল বিদ্যালয়ের মেন গেটের কাছে।

আরও পড়ুনঃ শিলিগুড়ির ফুলবাড়ি থেকে গ্রেফতার বাংলাদেশী যুবক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here