প্রযুক্তি ডেস্কঃ
আপডেটের পর থেকে স্লো হচ্ছে পুরো অপারেটিং সিস্টেম । এমনটাই অভিযোগ মাইক্রোসফট Windows 10 আপডেট ভার্সন এর ক্ষেত্রে । সারা পৃথিবীব্যাপী গ্রাহকরা নতুন আপডেট করানোর পর ভোগান্তির শিকার হচ্ছেন। মাইক্রোসফটের পক্ষ থেকে অভিযোগ স্বীকার করে নেওয়া হয়েছে এবং মাইক্রোসফট গ্রাহকদের আশ্বস্ত করেছে তারা দ্রুত সমস্যার সমাধান করবে বলে ।
সম্প্রতি ১লা মার্চ মাইক্রোসফট তাদের নতুন ভার্সন KB4482887 নামের Windows 10 আপডেট ভার্সন দিয়েছে ।সূত্রের খবর বিশেষত গেমিংয়ের ক্ষেত্রে কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে। গ্রাহকরা জানিয়েছেন ডেসটিনির টু গেম খেলার সময় গেম ক্রাশ হচ্ছে । প্রসেসর এর সমস্যা তুলে গ্রাহকরা জানান প্রসেসর ১০০ শতাংশ ব্যস্ত দেখাচ্ছে।
আরও পড়ুনঃবিভোর গেম ফ্রেন্ডলি মোবাইল
তবে মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে “KB4482887 আপডেট ইন্সটলের পরে কিছু গ্রাহক গ্রাফিক্স ও মাউস পারফর্ম্মসে ঘাটতি চোখে পড়েছে । বিশেষ করে Destiny 2 গেম খেলার সময় এই সমস্যা দেখা যাচ্ছে। শিঘ্রই নতুন আপডেটের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে। আপাতত KB4482887 আপডেট আনইন্সটল করতে পারেন গ্রাহকরা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584