ভোট দিয়ে শ্বশুরবাড়ি গেলেন নববধূ

0
230

সুদীপ পাল,বর্ধমানঃ

গতকাল রাতে সম্পন্ন হয়েছে শুভ বিবাহ। হিন্দু রীতি মেনে নববধূ আজ শ্বশুরবাড়ি যাওয়ার কথা।কিন্তু আজ আবার সপ্তদশ লোকসভার চতুর্থ দফার ভোট।একদিকে ভোট অন্যদিকে শ্বশুর বাড়ি যাওয়ার নিয়ম। কি করবেন? অবশেষে খুব দ্রুত সিদ্ধান্ত নিলেন নববধূ তনয়া মুখার্জ্জী। ঠিক করলেন শ্বশুর বাড়ি যাওয়ার আগে ভোট দিয়ে যাবেন।যেমন ভাবা তেমন কাজ।

after voting bride went to her in-laws' house
বধু বেশে ভোটকেন্দ্রে তনয়া।নিজস্ব চিত্র

বর্ধমানের মঙ্গলকোটের চাণক অঞ্চলের গণপুর গ্রামের বাসিন্দা তনয়া।শ্বশুর বাড়ি যাওয়ার পথে ভোটকেন্দ্রে গাড়ি থেকে নেমে ভোট দিলেন। তাকে দেখে রীতিমতো অভিভূত অন্য ভোটার থেকে শুরু করে নিরাপত্তা কর্মীরা।তার এই কাজের প্রশংসা করেছেন ভোটের সাথে যুক্ত সংশ্লিষ্ট সকলে।যেভাবে গণতান্ত্রিক অধিকারের প্রয়োগ সে দেখিয়েছে তা প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ নবীন চায় বিশ্ববিদ্যালয় কর্মসংস্থান,প্রবীণ কিচ্ছু না

ভোট দিয়ে বেরোনোর পথে কয়েকজন আবদার করলেন তনয়ার সাথে সেলফি তোলার।হাসিমুখে সেটুকুও তুলে গাড়ি চেপে নতুন জীবনের দিকে এগিয়ে গেল তনয়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here