ফের দাড়িভিট স্কুল গেটে তালা, অনিশ্চিত শিক্ষার্থীদের ভবিষ্যৎ

0
79

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

স্কুল খোলার খুশিতে ছাত্রছাত্রীরা দাড়িভিট স্কুলে আসতেই ফের তালা লাগিয়ে ধর্ণায় বসে পড়লেন মৃত দুই ছাত্রে পরিবারের সদস্যরা।আজ সকালে দাড়িভিট স্কুলে ছাত্রছাত্রীরা এলে জানা যায় আজ ছিল দাড়িভিট স্কুলের দ্বাদশ শ্রেনীর রেজাল্ট দেওয়ার কথা ও দশম শ্রেনীর ফর্ম ফিলাপ ।তবে স্কুলে এসেই ছাত্র ছাত্রীরা দেখেন স্কুলের গেটে তালা লাগিয়ে ধর্ণায় বসে আছেন মৃত তাপস ও রাজেশের পরিবারের সদস্যরা। তাদের দাবি মানা না হলে স্কুলের তালা খুলবেন না বলে জানান মৃত পরিবারের সদস্যরা।

বন্ধ গেটের সামনে ছাত্র শিক্ষক।নিজস্ব চিত্র

গতকাল সকালে দু’ঘন্টা স্কুলের গেটে তালা লাগিয়ে অবস্থান বিক্ষোভ করে পরে ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয়টি মাথায় রেখে মানবিকতার খাতিরে স্কুল খুলে দেয় রাজেশ ও তাপসের পরিবার। পরে বিকেলের দিকে ফের অনির্দিষ্টকালের জন্য তালা লাগিয়ে দেয় মৃত দুই ছাত্রের পরিবারের সদস্যরা। আজ সকালে দাড়িভিট স্কুলে ছাত্রছাত্রীরা এসে দেখেন স্কুলের গেটে তালা লাগিয়ে ধর্ণায় বসে আছে মৃত পরিবারের সদস্যরা। এই ঘটনায় আবারও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে উত্তর ইসলামপুরের দাড়িভিট গ্রামে।গত ২০ সেপ্টেম্বর ইসলামপুরের দাড়িভিট বিদ্যালয়ে পুলিশ ও ছাত্র সংঘর্ষে দুই প্রাক্তন ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের মৃত্যু হয়েছিল।এই ঘটনায় তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি।ছাত্র মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবিতে একটানা প্রায় দুমাস দাড়িভিট স্কুল বন্ধ করে রেখে দিয়েছিলেন মৃত ছাত্রদের পরিবার ও আন্দোলনকারী গ্রামের বাসিন্দারা।পরবর্তী সময়ে জেলা প্রশাসন ও শিক্ষা দফতর আন্দোলনকারীদের সাথে বসে তাদের দাবির বিষয়টি নিয়ে আশ্বাস দিলে স্কুল খুলে দেয় মৃত ছাত্র তাপস ও রাজেশের পরিবার।

ধর্ণা তুলতে শিক্ষকদের অনুরোধ।নিজস্ব চিত্র

কিন্তু সিবিআই তদন্তের দাবিতে প্রশাসনের এই ঢিলেমী ও উদাসীনতার প্রতিবাদ জানাতে এবং সিবিআই তদন্তের দাবিকে আরও জোরাল করতেই আজ আবার স্কুল গেটে তালা লাগিয়ে দিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করে মৃত ছাত্র তাপস ও রাজেশের পরিবার।
স্কুলের ছাত্রী রুপালি বিশ্বকর্মা জানিয়ে, আজ আমাদের পরীক্ষা ছিল।কিন্তু এসে দেখি স্কুলে গেটে তালা লাগিয়ে দিয়েছে মৃত দুই ছাত্রে পরিবারের সদস্যরা।মনে হয় আর আমরা পরীক্ষা দিতে পারবো না।

রুপালী বিশ্বকর্মা, স্কুলের ছাত্রী।নিজস্ব চিত্র

অন্যদিকে মৃত তাপসের মা মঞ্জু বর্মন জানিয়েছেন, প্রশাসনকে আমরা বিশ্বাস করতে পারছি না।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে চাই আমরা।মমতা দিদি যেমন সিবিআই তদন্ত দেওয়া বন্ধ করেছে তার জন্য আমরা মমতা দিদিকে চাই।যতদিন সিবিআই তদন্ত না পাবো ততদিন এই আন্দোলন চলবে বলে জানান মঞ্জুদেবি।

মঞ্জু বর্মন,মৃত তাপসের মা।নিজস্ব চিত্র

অপর দিকে মৃত রাজেশের বাবা নীলকমল সরকার জানিয়েছেন, এতদিন আমাদের কোন সুরাহা হয়নি,তাই আবার আমরা স্কুলে তালা মেরে দিয়েছি। আমাদের দাবি মানা না হলে এই আন্দোলন চলবে বলে জানান তিনি।পাশাপাশি তিনি আরও বলেন,রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমাদের এখানে এসে বলুক সিবিআই তদন্ত দিচ্ছি,তখন আমরা স্কুলের গেট খুলে দেব।

অন্যদিকে স্কুলের শিক্ষক অনিল মন্ডল জানিয়েছেন,ওরা গেটে তালা লাগিয়ে স্কুলের গেটে বসে আসেন আমাদেরকে ঢুকতে দিচ্ছেন না।আজ স্কুলের দ্বাদশ শ্রেনীর রেজাল্ট দেওয়ার কথা ছিল।দশম শ্রেনীর ফর্ম ফিলাপ চলছিল ও পরীক্ষাও ছিল।নির্দিষ্ট তারিখের মধ্যে দশম শ্রেনীর ফর্ম গুলি পাঠাবে হবে।কোন কাজই করতে পারছি না আমরা।

অনিল মন্ডল,ভারপ্রাপ্ত শিক্ষক।নিজস্ব চিত্র

এই বিষয়ে আমি মহকুমা শাসক ও আবর বিদ্যালয় পরিদর্শককে জানিয়েছি।আমরা ঢুকতে পারি না পারি, নিদিষ্ট সময় মত আমরা স্কুলে থাকবো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here