ফের ৪৩টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র

0
103

নিজস্ব সংবাদদাতা,ওয়েব ডেস্কঃ

ফের ৪৩ টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র। দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা’ বিঘ্নিত হতে পারে, এমন আশঙ্কাতেই ওই অ্যাপগুলিকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে বেশির ভাগই চিনা অ্যাপ এবং সেগুলি ডেটিং সংক্রান্ত। ইদানীং ডেটিং অ্যাপের জনপ্রিয়তা যথেষ্ট বেড়েছে।

mobile app | newsfront.co
প্রতীকী চিত্র

তরুণ-তরুণীদের মধ্যেও এই অ্যাপের ব্যবহার ক্রমশ বাড়ছে বলে মনে করছেন অ্যাপ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় এই মোবাইল অ্যাপগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়ে, মঙ্গলবার তথ্যপ্রযুক্তি মন্ত্রক সূত্রে এমনটাই জানানো হয়েছে।

আরও পড়ুনঃ বিজেপি নেতাদের পরিবারে ভিন্নধর্মালম্বী বিবাহ ‘লাভ জিহাদ’-র আওতায় পড়বে কিনা প্রশ্ন ভূপেশ বাঘেলের

এই মোবাইল অ্যাপগুলির ব্যবহারের মাধ্যমে দেশের নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সার্বভৌমত্ব বিপদের মুখে পড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছিল ‘ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার’। ওই হুঁশিয়ারি পাওয়ার পরেই এই পদক্ষেপ করা হয়েছে বলে মন্ত্রক সূত্রে খবর।

আরও পড়ুনঃ করোনা হানা মুসৌরির আইএএস প্রশিক্ষণ কেন্দ্রে, আক্রান্ত ৫৭ শিক্ষানবিশ আধিকারিক

প্রসঙ্গত, এর আগে গত ২৯ জুন ৫৯টি এবং ২ সেপ্টেম্বর মোট ১১৮টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল। সেগুলি সবই চিনা অ্যাপ বলে জানিয়েছিল কেন্দ্র।

তখনও এক বিবৃতি জারি করে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার খাতিরে এবং দেশের জনসাধারণের সুরক্ষার জন্য ওই মোবাইল অ্যাপগুলি নিষিদ্ধ করা হচ্ছে। এর পর আবার মঙ্গলবার আরও ৪৩টি অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here