নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দলিত লাঞ্ছনার ঘটনায় ফের শিরোনামে উঠে এল উত্তরপ্রদেশ। ৬৫ বছরের এক দলিত বৃদ্ধকে প্রথমে মারধর, পরে জোর করে মূত্র পান করানোর চেষ্টা করা হল। উত্তরপ্রদেশের ললিতপুররের রোদা গ্রামের ঘটনা।
অভিযুক্তের বিরুদ্ধে আগেই থানায় অভিযোগ জানিয়েছিলেন ওই বৃদ্ধ। তারপরই আসে অভিযোগ তুলে নেওয়ার প্রস্তাব। কিন্তু দলিত বৃদ্ধ সেই অভিযোগ তুলতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত এই বর্বরতার শিকার হতে হল তাঁকে।
দিন কয়েক আগেই অভিযুক্ত সনু যাদব দলিত বৃদ্ধের ছেলের উপর কুঠার নিয়ে চড়াও হয়েছিলেন বলে অভিযোগ। যার বিরুদ্ধে বৃদ্ধ ও তাঁর ছেলে পুলিশে অভিযোগ জানান। এরপরই তাঁদের উপর অত্যাচারের বেড়ে যায়। অভিযোগ তুলে নিয়ে অপোসে রফার কথা বলেন সনু।
আরও পড়ুনঃ কৃষি আইনের প্রতিবাদে বিজেপি শাসিত রাজ্যেই দশেরাতে দাহ হবে মোদীর কুশপুতুল
কিন্তু আপোসে রাজি হননি দলিত বৃদ্ধ ও তাঁর ছেলে। এরপরই রাগে এ দিন ফের সনু যাদব তাঁদের উপর চড়াও হন বলে অভিযোগ। মারধরের পর সনু বৃদ্ধকে মূত্র পান করানোর চেষ্টা করে বলে জনান দলিত বৃদ্ধ।
আরও পড়ুনঃ লকডাউনে ভারতে বেড়েছে শিশুপাচার
বৃদ্ধের কথায়, ‘অভিযোগ তুলে না নেওয়ায় লাঠি দিয়ে এ দিন আমাকে মেরেছে সনু যাদব। তারপর মূত্র পান করার জন্য জোরাজুরি করে। কোনও মতে মুক্তি মিলেছে।’ এই ইস্যুতে অভিযুক্তদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ললিতপুরের পুলিশ সুপার মির্জা মাঞ্জার বেগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584