ওয়েবডেস্কঃ
মমতা বন্দ্যোপাধ্যায়কে রাক্ষসী বলে আক্রমণ অব্যাহত ।এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পুতনা রাক্ষসী ও কিম জং উনের সাথে তুলনা করে প্রবল আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিংহ । কয়েকদিন আগেই হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়কা রাক্ষসী বলে আক্রমণ করেন। প্রায় একই সঙ্গে উত্তর প্রদেশের বালিয়ার বিজেপির নেতা সুরেন্দ্র সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে সূরাসা রাক্ষসীর সঙ্গে তুলনা করেন।
আর কয়েক মাস পরেই দেশের সাধারণ নির্বাচন । এদিকে ভোটের আগে বিভিন্ন ইস্যু নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজনৈতিক যুদ্ধ অব্যাহত । কখনো রাজ্য পুলিশ বনাম সিবিআই ঠান্ডা লড়াই তো কখনো বা নিজের দলের সভা মঞ্চ থেকে একে অপরকে বাক ত্রিশূল নিক্ষেপ ।
আর এই বাক ফলা নিক্ষেপ করে একাধিকবার খবরের শিরোনামে আশা কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিংহ এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কে নিয়ে মন্তব্য করলেন “তাঁর বিরোধিতা করলেই যিনি মেরে ফেলেন এবং বাংলাদেশিদের আমন্ত্রণ করে ঘরে ডেকে আনেন তাঁকে আর যাই হোক, ঝাঁসির রানি লক্ষ্মীবাই বা পদ্মাবতীর সঙ্গে কিছুতেই এক আসনে বসানো যায় না। তাঁরা তো দেশকে বাঁচানোর জন্য লড়াই করেছিলেন। মমতা তো দেশকে ধ্বংস করার চেষ্টায় মত্ত।”
গত বৃহস্পতিবার তৃণমূল নেতা দীনেশ ত্রিবেদী মন্তব্য করেন “বাংলাতেও ঝাঁসির রানি রয়েছেন। তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই মানুষটা কোনওদিন কেন্দ্রের কাছে মাথা নোয়াবেন না।”
শুক্রবার ত্রিবেদীর এই মন্তব্যের পাল্টা জবাবে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ জানান মমতাকে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ বা পদ্মাবতীর সাথে তুলনা করতে তিনি নারাজ । পাশাপাশি তিনি আরো জানান মমতাকে নাকি পুতনা রাক্ষসী বা কিম জং উনের সাথে তুলনা করা যুক্তিসংগত ।
প্রসঙ্গত উল্লেখ্য মহাভারত অনুযায়ী পুতনা রাক্ষসী পানীয় দুধে বিষ মিশিয়ে কৃষ্ণকে হত্যা করতে চেয়েছিল । অপরদিকে উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনের খামখেয়ালিপনার কথা তো সকলেরই জানা।
উল্লেখ্য শুক্রবার মমতাকে নিয়ে মন্তব্য করা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ একাধিকবার তার বেফাঁস মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে উঠে এসেছেন। একবার তিনি মন্তব্য করেছিলেন মুসলিমরা রামের বংশধর । তাঁর এই মন্তব্য ঘিরে বিরোধী শিবিরে তিনি সেই সময় বেশ সমালোচিত হয়েছিলেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584