সুদীপ পাল,বর্ধমানঃ
পূর্ব বর্ধমানের মেমারির যুবক চিন্ময় ঘোষের ৫টি অঙ্গ পেলেন অন্য রোগীরা। বাড়ি ফেরার পথে চিন্ময়ের স্কুটিতে ধাক্কা মারে একটি লরি। এরপর আশঙ্কাজনক অবস্থায় চিন্ময়কে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। অবস্থার ক্রমাবনতি হওয়ায় তাঁকে পরে কলকাতায় এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিন্ময়ের ব্রেন ডেথ হয়। ব্রেন ডেথের পরই চিন্ময়ের অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার।
কলকাতা মেডিক্যালে চিকিত্সাধীন ডানকুনির সুরজিত্ পাত্র পেয়েছেন চিন্ময়ের হৃদযন্ত্র। চিন্ময়ের লিভার ও একটি কিডনি নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএমে। আরেকটি কিডনি নিয়ে যাওয়া হয়েছে অ্যাপোলেতে। দিশা আই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিন্ময়ের কর্নিয়া। চিন্ময়ের ত্বক এসএসকেএমের স্কিন ব্যাঙ্কে রাখা থাকবে।
সুরজিত্ পাত্রের পরিবারের সদস্য বলরাম বাঘ বিশেষ কৃতজ্ঞতা জানান চিন্ময়ের পরিবারের প্রতি।
আরও পড়ুনঃ বন দফতরের উদ্যোগে চারাগাছ বিতরণ
চিন্ময়ের দাদা বলেন,ভাইকে আর কোনদিন ফিরে পাব না। কিন্তু অঙ্গদানের মাধ্যমে ভাই বেঁচে থাকবে সারা জীবন। একইসাথে তিনি আরও বলেন, অঙ্গদান বিষয়টি মানুষের মধ্যে ছড়িয়ে পড়া উচিত তাতে বহু মানুষ সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে পারবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584