নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
আগরতলা আদালতে জামিন পেলেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। গতকাল গাড়ি চাপা দিয়ে এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগে জামিন অযোগ্য ধারায় সায়নীকে গ্রেপ্তার করে ত্রিপুরা পুলিশ।
সোমবার বিকেল ৫টার কিছু আগে সায়নীকে পেশ করা হয় আগরতলা আদালতে। পুলিশের তরফে সায়নীকে দু’দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আবেদন করা হয়। তবে শুনানির পর তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক। সায়নীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ছিল। রবিবার পুলিশ বলে, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভার পাশ দিয়ে জোরে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সায়নী। সেই সময় এক পথচারীকে ধাক্কা দেন তিনি। এ ছাড়া সায়নীর বিরুদ্ধে পুলিশ অভিযোগ করে যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি। রবিবার সকাল থেকে থানায় টানা জিজ্ঞাসাবাদের পরে বিকেলে গ্রেপ্তার করা হয় সায়নীকে। সায়নীর গ্রেপ্তারির পর থেকে ক্রমেই চড়তে থাকে ত্রিপুরার রাজনীতি পারদ, উত্তাপের আঁচ পৌঁছে যায় দিল্লিতেও।
সোমবার সন্ধ্যায় আদালত চত্বর থেকে বেরিয়ে সংবাদমাধ্য়মের কাছে সায়নী বলেন, ‘‘আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ প্রমাণিত। আমাদের লড়াই চলবে। এভাবে দমানো যাবে না।“ সায়নীর জামিনের পরে একটি টুইট করেন কুনাল ঘোষ, তাতে তিনি লিখেছেন, “জামিন পেলেন সায়নী ঘোষ। আদালতকে ধন্যবাদ। ভিত্তিহীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার আইনি জবাব।“
জামিন পেলেন সায়নী ঘোষ।
আদালতকে ধন্যবাদ।
ভিত্তিহীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার আইনি জবাব।— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 22, 2021
আরও পড়ুনঃ ত্রিপুরা পরিস্থিতি নিয়ে তৃণমূলের মামলা গৃহীত শীর্ষ আদালতে, শুনানি মঙ্গলবার
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, ত্রিপুরায় অভিষেক বন্দ্যেপাধ্যায়ের সোমবারের সভা বানচাল করতেই পরিকল্পনা করে এই সব করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর আগরতলায় পুরসভা ভোট। তার আগে মঙ্গলবারই প্রচারের শেষ দিন। সোমবারের সভা বানচাল করার জন্যে সবটাই পূর্ব পরিকল্পিত ভাবে ঘটিয়েছে বিপ্লব দেবের প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584