জেলাশাসকের দাদাগিরী কাণ্ডের জেরে আই সি-র বদলি মানতে নারাজ জনতা

0
159

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

agitation in front of falkata police station
নিজস্ব চিত্র

ফালাকাটা কাণ্ডের বিনোদ সরকারকে কেন্দ্র করে যে ডামাডোল তৈরী হয়েছে ফালাকাটায়, তা ফালাকাটা তো বটেই সারা রাজ্য জুড়ে একটাই আলোচনা ঝড় বইছে।আলিপুরদুয়ারের ডি,এম ও তার সহধর্মিণীর কি সাজা হয়?

agitation in front of falkata police station 3
আই সি -র বদলি আটকাতে থানা ঘেরাও। নিজস্ব চিত্র

এর মধ্যে ফালাকাটায় খবর আসে ফালাকাটার থানার আই,সি সৌম্যজিত রায়ের বদলির খবর। আই,সির বদলি আটকানোর জন্য ফালাকাটার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ লোক থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে।পরে বিক্ষুব্ধ জনতা একটি মিছিল বের করে চৌপথি আসে।মূহুর্তের মধ্যে রাস্তার সমস্ত গাড়ি বন্ধ হয়ে যায়।জনতা এই অনৈতিক বদলির বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে । ফালাকাটা তরুণ দলের সদস্য বাপন গোপ বলেন,অন্যায় করেছে ডি,এম এবং তার স্ত্রী। আই,সি কে কেন বদলি করা হবে।ফালাকাটার বিশিষ্ট শিক্ষক প্রবীর রায় চৌধুরী বলেন সৌম্যজিত বাবু মাত্র তিন মাসের মধ্যে যে ভালো কাজ করেছেন বিগত দিনের কোন আই,সি এতো ভালো কাজ করেননি।তিনি আরও বলেন আগে ফালাকাটার বিভিন্ন অলি গলিতে যে অসামাজিক কার্যকলাপ চলত তা তিনি বন্ধ করতে পেরেছিল ।সোমা রায় বলেন সৌম্যজিত বাবু ফালাকাটা আসায় নারী নিরাপত্তা অনেক বেড়েছে।তিনি যদি চলে যান মহিলা নিরাপত্তা থাকবে তো….?
সব মিলিয়ে চাপ গোটা এলাকা।

আরও পড়ুনঃ মেদিনীপুরে একাধিক দাবিতে জেলাশাসকের কাছে ডেপুটেশন যুব কংগ্রেসের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here